Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Remal: গোসাবায় নামল এনডিআরএফ, তোলপাড়ের আগেই সরতে অনুরোধ গ্রামবাসীকে…

Gosaba: জাতীয় বিপর্যয় মোকাবিলা দল শনিবার গোসাবায় পৌঁছে গিয়েছে। সঙ্গে অত্যাধুনিক উদ্ধার কার্য পরিচালনার সরঞ্জাম। গোসাবার বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে বিশেষ করে নদীর ধারে ধারে থাকা গ্রামগুলির বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ স্থানে যাওয়ার কথাও বলছে তারা। সিভিল ডিফেন্স ও গোসাবা থানা ও সুন্দরবন উপকূল থানার পুলিশের তরফে জোর কদমে চলছে প্রচার।

Cyclone Remal: গোসাবায় নামল এনডিআরএফ, তোলপাড়ের আগেই সরতে অনুরোধ গ্রামবাসীকে...
গোসাবায় প্রচার চলছে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: May 25, 2024 | 10:47 PM

গোসাবা: দুর্যোগের ভ্রুকুটি সুন্দরবনে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার সকাল থেকেই সুন্দরবনের গোসাবায় পৌঁছেছে এনডিআরএফ টিম। সতর্কতামূলক প্রচার চলছে জায়গায় জায়গায়। রবিবার রাতে সুন্দরবনে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট রিমেল ঘূর্ণিঝড়। আগাম সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে সুন্দরবনের উপকূলবর্তী ব্লক এলাকায়। বিশেষ করে গোসাবা ব্লক এলাকায় ৯ টি দ্বীপে অবস্থিত ১৪টি গ্রামপঞ্চায়েত এলাকা।

এমনিতেই কোটালের কারণে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীর জল প্রবল বেগে প্লাবিত হতে পারে। আর নদী বাঁধগুলির যা অবস্থা, তা যে এমন ঝড়ে ভেঙে জলে মিশে যাবে, তার আশঙ্কাই বেশি।

তাই আগেভাগেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল শনিবার গোসাবায় পৌঁছে গিয়েছে। সঙ্গে অত্যাধুনিক উদ্ধার কার্য পরিচালনার সরঞ্জাম। গোসাবার বিভিন্ন পঞ্চায়েত এলাকাগুলিতে বিশেষ করে নদীর ধারে ধারে থাকা গ্রামগুলির বাসিন্দাদের ঝড়ের সময় নিরাপদ স্থানে যাওয়ার কথাও বলছে তারা। সিভিল ডিফেন্স ও গোসাবা থানা ও সুন্দরবন উপকূল থানার পুলিশের তরফে জোর কদমে চলছে প্রচার।