Duttapukur TMC Clash: উপপ্রধানের নাকি রাজনৈতিক পরিচয়ই নেই! শীর্ষ নেতৃত্বে নির্দেশ ভুলে তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে তপ্ত দত্তপুকুর
Duttapukur TMC Clash: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধান সোমা কাঞ্জিলাল বুধবার সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গেই একটি বৈঠক করছিলেন।
উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত উপপ্রধানের ওপর হামলার অভিযোগ। তির খোদ দলের দিকে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা। পঞ্চায়েতের উপ প্রধানের বাড়িতে হামলার অভিযোগ কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের পরিষদীয় দলনেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধান সোমা কাঞ্জিলাল বুধবার সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গেই একটি বৈঠক করছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎই তৃণমূলের একদল সমর্থক এসে তাঁদের উপর চড়াও হন। বাড়িতে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালাতে থাকে বলে অভিযোগ। উপপ্রধানের অনুগামীদের কিল চড় ঘুষি মারতে থাকেন।
এমনকি তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । কাশিমপুর পঞ্চায়েতের উপপ্রধানের আরও অভিযোগ, পরিষদীয় দলনেতা অমল বিষ্ণু এই হামলার নেপথ্যে রয়েছেন। এই সমস্ত তৃণমূল সমর্থকরা বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। এই বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দলকেও তিনি জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে, পঞ্চায়েতের পরিষদীয় দলনেতা অমল বিষ্ণু সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “যাঁরা উপপ্রধান বলে দাবি করছেন, তাঁদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তোলাবাজি করেই দলকে বদনাম করছেন।” ঘটনার খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের সংগঠনকে মজবুত করার ওপর নজর দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় জেলাওয়াড়ি বৈঠক করেও দলীয় নেতৃত্বকে এ সব বিষয়ে পাঠ পড়াচ্ছেন। গোষ্ঠীকোন্দল ও দুর্নীতিকে কোনওভাবেই যে দল প্রশ্রয় দেবে না, তা বারবার স্পষ্ট করে দেওয়া হচ্ছে। তবুও দেখা যাচ্ছে, একেবারে গ্রাসরুটের কর্মীদের মধ্যে এহেন অভিযোগ থেকেই যাচ্ছে।