Baranagar Municipality: বরাহনগর পুরসভার চেয়ারপার্সনের বাড়ি থেকে কোন নথি নিয়ে বেরোল ইডি?

ED: গত বছর থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য। কেলেঙ্কারির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে নেতা-বিধায়কদের কেউ কেউ। জেলে শিক্ষাকর্তাদের একাংশও। তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

Baranagar Municipality: বরাহনগর পুরসভার চেয়ারপার্সনের বাড়ি থেকে কোন নথি নিয়ে বেরোল ইডি?
কড়া নিরাপত্তায় চলে অভিযান।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 8:00 PM

উত্তর ২৪ পরগনা: দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে বের হল ইডি। বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মল্লিকের বাড়ি থেকে এদিন সন্ধ্যায় বেরিয়ে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, বেশ কিছু তথ্য বাজেয়াপ্ত করেছে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে একযোগে ৯ জায়গায় তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে একাধিক পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের বাড়িতে শুরু হয় তল্লাশি।

গত বছর থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় রাজ্য। কেলেঙ্কারির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে নেতা-বিধায়কদের কেউ কেউ। জেলে শিক্ষাকর্তাদের একাংশও। তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযান ছিল। এই অভিযানকে সামনে রেখে রাজ্য যখন সরগরম, তখনই ইডির হানা নতুন করে শিরোনামে উঠে এলো। পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে এদিন ইডি হানা দেয় একাধিক জায়গায়। তালিকায় ছিল বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মল্লিকের বাড়িও। এছাড়া কাউন্সিলর অনিন্দ্য চৌধুরীর বাড়িতেও তল্লাশি চালায় ইডি গোয়েন্দারা।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সূত্র ধরেই গ্রেফতার হন শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল। অয়নের সল্টলেকের অফিস থেকেই পুরসভায় নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পায় ইডি। এই দুর্নীতির অভিযোগে তদন্ত করতে নেমে আরেক দুর্নীতির অভিযোগ সামনে আসে। হাইকোর্টের নির্দেশেই পুরনিয়োগ কাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই-ইডি।