Dakhineswar Murder: ছোট ভাইকেও রেয়াত করল না দিদি, দক্ষিণেশ্বরের খুনের পিছনে ছিল জামাইবাবুও
Dakhineswar Murder: পুলিশ জানিয়েছে, একটা সম্পত্তি নিয়ে ভাই-বোনের ঝামেলা ছিল। কথা কাটাকাটি হত প্রায়ই। গত ১ জুন মৃতের বাড়িতে গিয়েছিলেন সঞ্জীব পাত্র, যিনি সম্পর্কে মৃতের জামাইবাবুর মামা হন। বাড়িতেই আসর বসেছিল, আর সেখানে সঞ্জীব পাত্রকে গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ।
দক্ষিণেশ্বর: ফল ব্যবসায়ীকে বাড়ির ভিতরে ঢুকে খুন করল কে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছিল। চাঞ্চল্য ছড়িয়েছিল দক্ষিণেশ্বর এলাকায়। শেষ পর্যন্ত সেই খুনের কিণারা করল পুলিশ। খুনের পিছনে হাত আছে নিজের দিদির। জেরায় নিজেই সে কথা স্বীকার করেছেন সেই দিদি। পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ভাইয়ের সঙ্গে। দিদি নিজে খুন না করলেও লোক পাঠিয়েছিলেন তিনিই।
পুলিশ জানিয়েছে, একটা সম্পত্তি নিয়ে ভাই-বোনের ঝামেলা ছিল। কথা কাটাকাটি হত প্রায়ই। গত ১ জুন মৃতের বাড়িতে গিয়েছিলেন সঞ্জীব পাত্র, যিনি সম্পর্কে মৃতের জামাইবাবুর মামা হন। বাড়িতেই আসর বসেছিল, আর সেখানে সঞ্জীব পাত্রকে গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর থেকেই খুনের পরিকল্পনা চলছিল। জামাইষষ্ঠীর দিন বাড়ি ফাঁকা থাকার সুযোগে সেই মামা শ্বশুরকে দিয়েই খুন করান দিদি। পুলিশের কাছে স্বীকারোক্তি বড় দিদির। দিদি, জামাইবাবু এবং মামাশ্বশুর- তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বড় বোন অনন্তিকা দাস, জামাইবাবু সুদীপ দাস ও জামাইয়ের মামা সঞ্জীব পাত্রকে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। জামাইষষ্ঠীর দিন রক্তাক্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয় তাঁর বাড়িতে।