Kamarhati: ইডি দফতরে তলব কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে, চলছে জিজ্ঞাসাবাদ
Kamarhati: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে উঠে আসে পুরনিয়োগে গরমিলের অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই একের পর এক পুরসভায় শুরু হয় ইডির হানা। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্য়ানের বাড়িতেও চলে অভিযান।
উত্তর ২৪ পরগনা: আবারও ইডি দফতরে তলব গোপাল সাহাকে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে শুক্রবার ইডি দফতরে তলব করা হয়। সেইমতো হাজিরাও দেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এর আগে ষষ্ঠীর দিনও তাঁকে ইডি তলব করে। ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে নেমে উঠে আসে পুরনিয়োগে গরমিলের অভিযোগ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই একের পর এক পুরসভায় শুরু হয় ইডির হানা। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এমনকী প্রাক্তন চেয়ারম্য়ানের বাড়িতেও চলে অভিযান।
গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম, বরাহনগরের পাশাপাশি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলে। তদন্তকারীদের অনুমান, উত্তর ২৪ পরগনারই ১২ থেকে ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। সেদিন গোপাল সাহার বাড়িতেও যায় ইডি। যায় কামারহাটি পুরসভাতেও। এবার সেই গোপাল সাহাকে ইডির দফতরে তলব করা হয়েছে।