Basirhat: রাস্তায় পড়ে থাকা কালো প্লাস্টিক দেখলে সাবধান, বসিরহাটে ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড

Basirhat: বসিরহাট পৌরসভা পরিচালিত মার্কেট। সেই বাজারে প্রচুর মানুষের আনাগোনা চলে। দোতলা ভবনে যাতায়াত অনেক মানুষের। কিন্তু চাঞ্চল্যকর বিষয় ঘটল আজ। জানা গিয়েছে, সেখানেই একটি কালো রঙের ক্যারিব্যাগের ভিতরে বোমা দেখতে পান এলাকাবাসী।

Basirhat: রাস্তায় পড়ে থাকা কালো প্লাস্টিক দেখলে সাবধান, বসিরহাটে ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড
কালো প্লাস্টিক থেকে সাবধানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 7:03 PM

বসিরহাট: আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে সাত দফায় লোকসভা ভোট। অল্প-বিস্তর প্রার্থী ঘোষণা করেছে সব রাজনৈতিক দল। প্রচারে নেমেছেন প্রার্থীরা। একে অন্যকে টেক্কা দিতে ব্যস্ত সকলেই। এই পরিস্থিতিতে বসিরহাট থানার পুলিশের হাতে এল বিস্ফোরক জিনিস।

বসিরহাট পৌরসভা পরিচালিত মার্কেট। সেই বাজারে প্রচুর মানুষের আনাগোনা চলে। দোতলা ভবনে যাতায়াত অনেক মানুষের। কিন্তু চাঞ্চল্যকর বিষয় ঘটল আজ। জানা গিয়েছে, সেখানেই একটি কালো রঙের ক্যারিব্যাগের ভিতরে বোমা দেখতে পান এলাকাবাসী। ছড়িয়ে পড়ে জোড় চাঞ্চল্য। চিৎকার-চেঁচামেচি জুড়ে দেন স্থানীয় বাসিন্দারা।

দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বসিরহাট থানার পুলিশ। তারা খবর দেন বম্ব স্কোয়াডকে। এরপর বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এই বোমা রাখল তা নিয়ে তদন্তে নেমেছে বসিরহাট থানার পুলিশ। প্রত্যক্ষদর্শী শুভময় কর্মকার বলেন, “আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখতে পেলার পলিথিন ব্যাগের মধ্যে তিনটি বোমা। ভোট আসছে। তার আগে এই সব খুবই ভয় লাগছে। কারণ আমার দোকানের পাশেই আবার রাখা ছিল বোমাগুলি। যা কিছু হতেই পারত।”