Jagaddal Bombing: বিয়েবাড়ির সামনে আচমকাই বোমাবাজি, আহত ৪
Jagaddal Bombing: ঘটনায় আহত হয়েছেন চার জন। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনা: বিয়েবাড়ির আমেজ তখন সপ্তমে। একদিকে ডিজে, অন্যদিকে সানাইয়ের সুর। সবকিছুকে ছাপিয়ে আচমকাই পর পর বোমার ফাটানোর শব্দ। প্রথমটায় অনেকেই মনে করেছিলেন বিয়েবাড়িতে শব্দ বাজি ফাটানো হচ্ছে বুঝি! কিন্তু ভুল ভাঙে আহতদের আর্তনাদেই। আবারও জগদ্দলে বোমাবাজি। উত্তর ২৪ পরগনার জগদ্দলের মমিনপাড়া এলাকায় বিয়েবাড়ি চলাকালীনই বোমাবাজি হয় বলে অভিযোগ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন চার জন। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দল এলাকার বাসিন্দা সুরেশ মাহাতোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের আমেজ তখন তুঙ্গে। সকলেই হুল্লোড় করছেন। সুরেশ মাহাতোর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময় মাইক বাজানো নিয়ে এলাকারই বাসিন্দা আশিক খানের সঙ্গে ঝামেলা হয়।
অভিযোগ,দু’পক্ষের মধ্যে বচসায় প্রাথমিক হাতাহাতিও হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় বিষয়টি মিটে যায়। আশিক বাড়ি ফিরে যায়। আচমকাই কিছুক্ষণ পর ফিরে এসে বোমাবাজি শুরু করেন বলে অভিযোগ। বাড়ির সামনে দাঁড়ানো বেশ কয়েকজন আহতও হন।
স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই বোমাবাজির নেপথ্যে আশিক খানেরই লোকজন রয়েছে বলে অভিযোগ উঠছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ খতিয়ে দেখছে। স্প্লিন্টার ছিটকে এসে কারোর গলায়, কারোর পায়ে চোট লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।