Madan Mitra: ‘জমির দালাল, মনোরঞ্জন করে চলে যাঁরা, টিকিট পেয়েছে’! ‘কালারফুল’ মদন যেন বিস্ফোরণের ফুলঝুরি…
Madan Mitra On Candidate List: মদন অবশ্য বলছেন, তাঁর কোনও ক্ষোভ নেই। বরং 'ত্যাগের আগুন আরও জ্বলজ্বল করছে' তাঁর ভিতরে।
উত্তর ২৪ পরগনা: প্রার্থী তালিকা নিয়ে আবারও বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)। মঙ্গলবার মদন মিত্র বলেন, তাঁর সঙ্গে কোনও আলোচনা না করেই পুরভোটের ( West Bengal Municipal Elections 2022) তালিকা তৈরি করা হয়েছে। একইসঙ্গে বিস্ফোরক মদন বলেন, জমি দখল করা যাদের কাজ, তারা টিকিট পেয়েছে এবারের পুরভোটে। একইসঙ্গে ক্ষুব্ধ এবং অভিমানী মদন মিত্র এদিন টিভি নাইন বাংলাকে বলেন, তাঁকে দলের কেউ জানাননি বা জিজ্ঞাসাও করেননি কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) প্রার্থী তালিকা নিয়ে। জমির দালাল, যাঁরা উঁচুতলার নেতাদের মনোরঞ্জন করে চলেন, তাঁদেরই দলের প্রার্থী করা হয়েছে বলে তোপ মদনের। সে কারণেই দলের নীচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ বেড়েছে বলেও দাবি করেন কামারহাটির বিধায়ক। এর প্রভাব পুরভোটে পড়তে পারে, ‘সতর্কবার্তা’ দিয়েছেন ‘কালারফুল’ মদন। তবে ইদানিং মদন মিত্র যতই বিস্ফোরক কথা বলুন না কেন, সঙ্গে একটা ‘ফুটনোট’ রাখেন। এদিনও রেখেছেন তা। মদন মিত্র বলেন, তিনি দলের সৈনিক। তাই বুক চিতিয়ে লড়াই করবেন দলের জন্য।
ইদানিং মদন মিত্রকে বার বার দলের একাংশের বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছে। কখনও নাম করে, কখনও বা ঠারেঠোরে বুঝিয়েছেন কার দিচ্ছে ছুটছে মদন-বাণ! এদিন প্রথমটায় একটু অভিমানীই শোনাল কামারহাটির দাপুটে নেতা মদন মিত্রকে। তিনি বলেন, “১০০ বছরে যা হয়নি সেই ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৈরি করেছি। বারাকপুর বেল্টে সবথেকে বেশি লিড দিয়েছি। একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন এটা হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়। একবার জিজ্ঞাসাই করেনি।” মদনের সংযোজন এ নিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। বরং ‘ত্যাগের আগুন আরও জ্বলজ্বল করছে’। মদন মিত্র বলেন, “এমন লোক মনোনয়ন পেল যে যার কাজ জমি দখল করা। এমন লোককে টিকিট দেওয়া হল, যার কাজ নেতৃত্বের মনোরঞ্জন করা।”
এর আগে সোমবারও ফেসবুক লাইভ করে বিস্ফোরক সব দাবি করেন মদন মিত্র। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ যে মদন মিত্রের রয়েছে, তা তাঁর কথায় প্রতি ছত্রে স্পষ্ট। একইসঙ্গে দলের প্রথম সারির নেতাদের একাংশের প্রতিও যে মদন মোটে তুষ্ট নয় সে বার্তাও দিয়েছে খোলাখুলি। ফেসবুক লাইভে তৃণমূলের এই ‘টক অব দ্য টাউন’ বিধায়ককে বলতে শোনা গিয়েছে, “যে নেতা কাজুবাদাম, বিরিয়ানি খেয়ে লুঙ্গি তুলে মালিশ করে প্রার্থীর নাম দিয়েছেন, সেই নেতার যদি সাহস থাকে তাহলে কামারহাটির কাছে বিটি রোড দিয়ে যাতায়াত করে দেখান। কামারহাটির মানুষ তাঁকে বুঝে নেবে। যে নেতা বলেছিলেন ‘মমতার বাবার ঠিক নেই’, সেই নেতাই আজকে বড় পদ পেয়েছেন দলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আপনি নিজে হস্তক্ষেপ করুন।” একইসঙ্গে কামারহাটিতে দফায় দফায় প্রার্থী তালিকা নিয়ে যখন বিদ্রোহ চলেছে, তখন সর্বসমক্ষে দাঁড়িয়েই মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, “সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানসভা ও লোকসভা ভোটে নিজের নিজের ওয়ার্ডে দলকে বিপুল মার্জিনে জয়ী করিয়েছেন। সেই সমস্ত প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দিয়ে অনেক বড় ভুল করেছেন সাংসদ সৌগত রায়।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা