Municipal Elections: ফের প্রার্থী বিক্ষোভ! কামারহাটিতে ঘেরাও মদন-পুত্র সোম মিত্র
Kamarhati Municipality: প্রার্থী বদলকে কেন্দ্র করে ফের উত্তেজনা কামারহাটিতে। মদন মিত্রর ছেলে সোম মিত্রকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ড আরিয়াদহ এলাকায়।
কামারহাটি : প্রার্থী বদলকে কেন্দ্র করে ফের উত্তেজনা কামারহাটিতে (Kamarhati Municipality)। মদন মিত্রর ছেলে সোম মিত্রকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কর্মীদের। ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ড আরিয়াদহ এলাকায়। প্রার্থী তালিকা (TMC Candidate List) ঘিরে অসন্তোষ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। মঙ্গলবার সন্ধ্যায় আবারও উত্তপ্ত হয়ে উঠল কামারহাটি পুরসভার আড়িয়াদহ এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির মনোনীত প্রার্থী তালিকাই চূড়ান্ত তালিকা। কিন্তু তারপরেও অসন্তোষ কাটছে না। প্রথম তালিকায় থাকা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌরী মান্নার নাম প্রকাশ হওয়ার পর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাঁর নামে দেওয়াল লিখন করে ফেলে তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু তারপরে গৌরী মান্নাকে বাদ দিয়ে সেই ওয়ার্ডে প্রার্থী করা হয় মায়া দাসকে।
এই ঘটনার প্রতিবাদেই গৌরী মান্নার অনুগামীরা মঙ্গলবার রাতে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ছেলে সোম মিত্র গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় গৌরী মান্নার অনুগামীরা। উল্লেখ্য, কামারহাটির প্রার্থী তালিকা নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক মদন মিত্র। অভিযোগ, প্রার্থী তালিকা নিয়ে তাঁর সঙ্গে কোনও আলোচনাই হয়নি। বলেছেন, “একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতেন এটা হলে কেমন হয়, ওটা হলে কেমন হয়। একবার জিজ্ঞাসাই করেনি।” অর্থাৎ, কামারহাটির প্রার্থী তালিকা নিয়ে যে বিধায়ক নিজেও খুব একটা সন্তুষ্ট নন, তা একাধিকবার ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে কামারহাটির ৯ নম্বর ওয়ার্ডে বিক্ষোভের খবর পেয়ে সেখানে যান বিধায়ক পুত্র সোম মিত্র। দলের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম বদলে যাওয়া ঘিরে বিক্ষোভ চলছিল। বিধায়কের ছেলে সেখানে পৌঁছাতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। মহিলারাও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশকর্মীরা মদন মিত্রর ছেলেকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। কামারহাটিতে প্রার্থী ঘিরে অসন্তোষ ক্রমেই তীব্র আকার নিতে শুরু করেছে। প্রার্থী তালিকা ঘিরে মঙ্গলবারও মদন মিত্র অসন্তোষ প্রকাশ করেছেন। দলের শীর্ষ নেতৃত্বের উপর বার বার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মদন মিত্র।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা