TMC: পুলিশ অ্যাসোসিয়েশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর, পাত্তাই দিলেন না শোভনদেব

Barrackpore: এদিনের অনুষ্ঠানে এসে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "বিরোধীরা কী বলছে তা নিয়ে কোনও উত্তর দেব না। আমি প্রথম এই সংগঠন করেছিলাম। শুভেন্দুর কথারও জবাব দেব না।" তবে রাজনীতির কচকচানি যতই চলুক না কেন, সংগঠনের উদ্যোক্তারা এই সম্মেলনে বেশ খুশি। তাঁদের বক্তব্য, সমস্ত দাবি দাওয়া জানানোর একটা মঞ্চ পেলেন সকলে।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 5:18 PM

ব্যারাকপুর: পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ছিল শনিবার। উত্তর ২৪ পরগনার লাটবাগানে সেই সভা হয়। মূলত সহযোগী পুলিশ কর্মীদের এটি সম্মেলন ছিল। এটি এই সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন। লোকসভা ভোটের আগে যা ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই সভার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অ্যাসোসিয়েশনের সাধারণ সভা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে চিঠিও দেন বিরোধী দলনেতা। সিপিএমও প্রশ্ন তোলে এই সভা নিয়ে।

সিপিএমের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য বলেন, “আমাদের ছেলেমেয়েরা যে স্লোগান দেয়, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো তা যে ১০০ শতাংশ ঠিক এই অনুষ্ঠানকে সামনে রেখে তা প্রমাণ হয়ে গেল। পশ্চিমবঙ্গ পুলিশের কোনও সহযোগী ফোর্স যদি থাকে, তারও তো নিরপেক্ষ থাকা উচিৎ। এটা তৃণমূলেরই শাখা সংগঠনের অনুষ্ঠান। পুলিশের সহযোগী, সহযোগী পুলিশ কায়দার কোনও দরকার নেই।”

যদিও এদিনের অনুষ্ঠানে এসে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “বিরোধীরা কী বলছে তা নিয়ে কোনও উত্তর দেব না। আমি প্রথম এই সংগঠন করেছিলাম। শুভেন্দুর কথারও জবাব দেব না।” তবে রাজনীতির কচকচানি যতই চলুক না কেন, সংগঠনের উদ্যোক্তারা এই সম্মেলনে বেশ খুশি। তাঁদের বক্তব্য, সমস্ত দাবি দাওয়া জানানোর একটা মঞ্চ পেলেন সকলে।