Death: তারকেশ্বরে যাওয়ার পথে নেমেছিল শেওড়াফুলি ঘাটে, মুহূর্তের অসতর্কতায় সব শেষ…
Death in Ashoknagar: বৃহস্পতিবার দুপুরে আত্মীয় পরিজনদের সঙ্গে রওনা দিয়েছিল তারকেশ্বরে যাওয়ার জন্য। কিন্তু এরই মধ্যে অঘটন।
অশোকনগর: পরিবারের একমাত্র রোজগেরে সুমিত। তারকেশ্বর যাচ্ছিল বাবার মাথায় জল ঢালতে। কিন্তু যাওয়া আর হল না। শেওড়াফুলিতে গঙ্গার ঘাটে বানের জলে তলিয়ে গেল যুবক। পরিবারের একমাত্র রোজগেরে যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। সুমিত চক্রবর্তী নামে ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। অশোকনগর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে দেবীনগর এলাকায় থাকত পরিবারের সঙ্গে। আত্মীয়দের সঙ্গে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবে বলে ঠিক করেছিল। সেই মতো বুধবার রাতে বছর ১৯-এর ওই যুবক বেরিয়েছিল বাড়ি থেকে। প্রথমে গিয়েছি মাসির বাড়ি। তারপর সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে আত্মীয় পরিজনদের সঙ্গে রওনা দিয়েছিল তারকেশ্বরে যাওয়ার জন্য। কিন্তু এরই মধ্যে অঘটন।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধেয় শেওড়াফুলি ঘাটে নেমেছিল সুমিত। আর তার কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় বান আসে। সুমিত সাঁতার জানত না। বানের জলে তলিয়ে গিয়েছিল তরতাজা ওই যুবক। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নেমে পড়ে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তৎপরতায় বেশ কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত সুমিতের নিথর দেহের সন্ধান পাওয়া যায়। এদিকে সুমিতের মৃত্যুর খবর জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। সংসারের একমাত্র রোজগেরে ছিল সুমিতই। পরিবারের একমাত্র রোজগেরে যুবকের মৃত্যুর পর কীভাবে চলবে সংসার চলবে, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না বাড়ির লোকেরা। একে তো তরতাজা যুবককে হারানোর যন্ত্রণা, তার উপর সংসারের আর্থিক অনটনের দুশ্চিন্তা… সব মিলিয়ে গভীর শোকের ছায়া অশোকনগরের ওই পরিবারে।
এদিকে এই অঘটনের খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। কথা বলেছেন শোকার্ত পরিবারের সঙ্গে। সুমিতের মৃত দেহ ময়নাতদন্তের পরে আজ অশোকনগরের বাড়িতে পৌঁছাবে, তারপর দেহের শেষকৃত্য করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান।