Basirhat : ‘মুসলিম ভাইরা জমি না দিলে শ্মশানে আনা যেত না মৃতদেহ’
Harmony : এই শ্মশান তৈরি করতে গিয়ে একটু সমস্যায় পড়েছিল স্থানীয় প্রশাসন। মূল রাস্তা থেকে শ্মশান প্রায় ৪০০ মিটার দূরে। সেখানে যাওয়ার রাস্তা খুঁজতে গিয়ে চিন্তায় পড়েন সবাই। তখনই এগিয়ে আসেন পাঁচ ভাই।
বসিরহাট : শ্মশানঘাট তৈরি হয়েছে। কিন্তু, মূল রাস্তা থেকে শ্মশানঘাট প্রায় ৪০০ মিটার দূরে। কীভাবে যাওয়া যাবে শ্মশানে। চিন্তায় পড়েছিলেন সকলে। এগিয়ে এলেন মুসলিম পরিবারের পাঁচ ভাই। নিজেদের জমি দিলেন রাস্তা তৈরির জন্য। সম্প্রীতির এই নজির উত্তর ২৪ পরগনার বসিরহাটের।
বসিরহাটের মথুরাপুর ও গোবিন্দপুর সংযোগস্থলের ভদ্রকালী শ্মশান নবরূপে সেজে উঠেছে। বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপাতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর ও গোবিন্দপুরের সংযোগস্থলে এক বিঘা জমির উপরে বৈতরণী প্রকল্পের উদ্যোগে আধুনিক শ্মশান তৈরি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, এই ব্লকে ৮ লক্ষ মানুষের বাস। কারও মৃত্যু হলে শেষকৃত্য সম্পন্ন করতে কখনও ২০ কিলোমিটার দূরে বসিরহাট শ্মশানে যেতে হত। আবার কখনও ৩০ কিলোমিটার দূরে বাদুড়িয়ায় যেতে হত। না হলে ফাঁকা মাঠে মৃতদেহ নিয়ে গিয়ে সম্পন্ন করতে হত শেষকৃত্য। দীর্ঘ ৯ বছর ধরে এই শ্মশান তৈরি হয়েছে। একদিকে বিশ্রামাগার অন্যদিকে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি শেষকৃত্য সম্পন্ন করার জন্য নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে। পাশেই রয়েছে শ্মশান কালী। আগামী ২৮ মে , শনিবার শ্মশান কালী পুজোর আয়োজন করা হয়েছে সেখানে। ওই শ্মশানঘাটের উদ্বোধন হবে।
এই শ্মশান তৈরি করতে গিয়ে একটু সমস্যায় পড়েছিল স্থানীয় প্রশাসন। মূল রাস্তা থেকে শ্মশান প্রায় ৪০০ মিটার দূরে। সেখানে যাওয়ার রাস্তা খুঁজতে গিয়ে চিন্তায় পড়েন সবাই। তখনই এগিয়ে আসেন নাসিরুদ্দিন মণ্ডল, ইয়ার আলি মণ্ডল, মাজেদ আলি মণ্ডল, রউফ মণ্ডল ও আসানুল্লা মণ্ডল। তাঁরা ভিনরাজ্যে কাজ করেন। সমস্যার কথা শুনে জমি দান করার সিদ্ধান্ত নেন। তাঁদের দান করা জমির উপর প্রায় ৪০০ মিটার কংক্রিটের রাস্তা হয়েছে। ভিনরাজ্যে থাকায় ওই পাঁচ ভাইয়ের সঙ্গে কথা বলা যায়নি। তবে তাঁদের এই সিদ্ধান্তে খুশি প্রতিবেশীরা। তাঁরা বলছেন, এখানে বহু লোকের বাস। হিন্দু ভাইদের সৎকারের জন্য জমি দান করেছেন ওই পাঁচ ভাই। এতে তাঁরা খুব খুশি।
খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখোপাধ্যায় ও মন্দির কমিটির সদস্য প্রকাশ রায় বলেন, “এই ব্লকে প্রায় ৮ লক্ষ মানুষের বসবাস। শ্মশান খুবই প্রয়োজন ছিল। মুসলিম ভাইরা যাওয়া আসার পথ না দিলে শ্মশানের মূল প্রাঙ্গণে মৃতদেহ নিয়ে আসা যেত না। তাই এই শ্মশানের কাজ সম্পন্ন করতে পেরে আমরা শান্তি পেলাম।” অপরেশ মুখোপাধ্যায় বললেন, এখানে ইলেকট্রিক চুল্লি তৈরির জন্য আবেদন জানাবেন তাঁরা।