International Mother Language Day: অমর একুশেই মিলেমিশে একাকার, ভাষা দিবসে বেনাপোল-পেট্রাপোলে জিরো পয়েন্ট যেন দুই বাংলার মিলন তীর্থ
International Mother Language Day: এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল গোটা এলাকা। পেট্রোল বন্দরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলে সীমান্ত রক্ষী বাহিনী। সকাল থেকে চলতে থাকে টহল।
বনগাঁ: প্রতিবারই হয়। এবারেও দেখা গেল সেই ছবি। একযোগে ভাষা দিবসের অনুষ্ঠানে সামিল হল দুই বাংলা। ভারত এবং বাংলাদেশ যৌথ ভাবে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট ভাষা দিবস উদযাপন করল। অনুষ্ঠানে বাংলাদেশের তাবড় তাবড় কিছু নেতার সঙ্গে ছিল প্রতিনিধি দল। ভারতের পক্ষে ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, নির্মল ঘোষ, বিধায়ক বিশ্বজিৎ দাস। জিরো পয়েন্টের অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে বীর শহিদদের শ্রদ্ধা জানান দুই দেশের প্রতিনিধিরা। চলে মিষ্টি বিনিময়।
এদিকে এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া ছিল গোটা এলাকা। পেট্রোল বন্দরে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলে সীমান্ত রক্ষী বাহিনী। সকাল থেকে চলতে থাকে টহল। সে কারণেই সাধারণ মানুষের উপস্থিতি খুব একটা দেখতে পাওয়া যায়নি। সে কারণেই সীমান্তবর্তী এই এলাকার দুই দেশের ভাষাপ্রেমী মানুষদের মনে খানিকটা হলেও বিষাদের মেঘ।
তবে অনেকেই ছুটে এসেছিলেন অনুষ্ঠান দেখতে। কিন্তু, হতাশ চিত্তে শেষ পর্যন্ত ফিরে যেতে হয় তাঁদের। পেট্রাপোল এবং বেনাপোল বন্দরের গেটেই তাঁদের আটকে দেয় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। তবে তাঁরা যে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে আসতে পেরেছেন তাতেই খুশির জোয়ার অনেকের মনে। ক্যামেরার সামনেও ধরা পড়ল সেই ছবি। বাইরে দাঁড়িয়ে দেখলেন যাবতীয় আয়োজন। তুললেন সেলফি। একই ক্যামেরায় বন্দি হল দুই বাংলা।অন্যদিকে এদিনই ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পেট্রাপোলে ভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একই ছবি দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলিতেও। সেখানেও জিরো পয়েন্ট ভাষা দিবসের অনুষ্ঠানে মিলেমিশে এক হয়ে গিয়েছে দুই বাংলা।