Basirhat: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে আরও সক্রিয় পুলিশ, এবার চন্দননগর থেকে গ্রেফতার আরও এক

Basirhat: অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল স্বরূপনগর থানার পুলিশ। ঘটনায় আগেই এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত সন্দেহ আরও এক যুবককে গ্রেফতার করা হল।

Basirhat: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে আরও সক্রিয় পুলিশ, এবার চন্দননগর থেকে গ্রেফতার আরও এক
গ্রেফতার যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 8:26 PM

বসিরহাট: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে এবার গ্রেফতার আরও এক যুবক। ধৃত যুবকের নাম শ্যামল দাস। চন্দননগর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের (Basirhat) স্বরূপনগর এলাকায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল অভিযোগ উঠছিল। সেই বিষয়টি নিয়ে স্বরূপনগরের তৃণমূল নেতৃত্ব সাইবার ক্রাইম থানায় ২৮ অক্টোবর অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল স্বরূপনগর থানার পুলিশ। ঘটনায় আগেই এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত সন্দেহ আরও এক যুবককে গ্রেফতার করা হল।

তদন্ত প্রক্রিয়া শুরু করতেই বাবলু গাইন নামে বছর একান্নর এক ব্যক্তিকে স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। বাবলুকে জেরা করেই উঠে আসে শ্যামলের নাম। পুলিশের সন্দেহ, এই ঘটনার মূল পান্ডা শ্যামলই। ধৃত ওই যুবককে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালতে তাকে একদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। যে কম্পিউটারটি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করা হয়েছিল বলে অভিযোগ, সেই কম্পিউটারটিও বাজেয়াপ্ত করেছেন স্বরূপনগর থানার পুলিশকর্মীরা। এদিকে ওই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, বা এর পিছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, সেই সব দিকগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতির ঘটনায় অন্যতম অভিযুক্ত বাবলু গাইন অবশ্য ইতিমধ্যে জামিন পেয়েছেন। এবার এই শ্যামল দাসকে জেরা করে এই ঘটনার আরও নতুন কোনও তথ্য পাওয়া যায় কি না, সেই চেষ্টা করছেন পুলিশকর্মীরা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা দুলাল ভট্টাচার্য জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কোনওভাবেই এগুলিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। শ্যামল দাস নামে কেউ এটিকে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল বলে জানতে পেরেছে। সেটিকে বাবলু গাইন আবার ফরওয়ার্ড করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড কোনওভাবেই উপেক্ষা করা যায় না। শ্যামল দাস যা করেছে, তা অত্যন্ত অন্যায় করেছে। এটি শাস্তিযোগ্য হলে শাস্তি হবে। গোটা ঘটনা তদন্ত করে দেখা দরকার। তবে আমরা দলগতভাবে বিষয়টি ভালভাবে দেখছি না।”