Rahara Deadbody Recover: নলি কাটা অবস্থায় স্ত্রী, দড়িতে ঝুলছে স্বামী, রহড়ার ঘটনায় আঁতকে উঠছেন এলাকাবাসী

Rahara Deadbody Recover: জানা গিয়েছে, খড়দহ পাতুলিয়া বটতলা এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন পাপ্পু সাউ ও পূজা সাউ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। এরপর রবিবার সকালে বাড়ির পরিচারিকা দরজা খুলতেই এমন ভয়ঙ্কর অবস্থায় দেখতে পান তাঁদের।

Rahara Deadbody Recover: নলি কাটা অবস্থায় স্ত্রী, দড়িতে ঝুলছে স্বামী, রহড়ার ঘটনায় আঁতকে উঠছেন এলাকাবাসী
পাপ্পু ও পূজাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 1:13 PM

রহড়া: নিত্যদিনের মতোই পরিচারিকা এসেছিলেন কাজে। দরজা খুলে ঘরে ঢুকে আঁতকে ওঠেন তিনি। কী কাণ্ড! ভিতরে দেখেন গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছে বাড়ির মালকিন পূজা সাউ ও তাঁর পাশে গলায় দড়ি দিয়ে ঝুলছেন স্বামী পাপ্পু সাউ।ঘ টনার পর স্থানীয় বাসিন্দারা খবর দেন রহড়া থানার পুলিশকে।

জানা গিয়েছে, খড়দহ পাতুলিয়া বটতলা এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন পাপ্পু সাউ ও পূজা সাউ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। এরপর রবিবার সকালে বাড়ির পরিচারিকা দরজা খুলতেই এমন ভয়ঙ্কর অবস্থায় দেখতে পান তাঁদের।

ঘটনার পর স্থানিয় বাসিন্দারা খবর দেয় রহড়া থানার পুলিশকে। রহড়া থানার পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। রহড়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আজ সকালে আমরা খবর পেয়েছি পাপ্পু একটি ঘরে আত্মহত্যা করেছে। অপর ঘরে তাঁর স্ত্রী খুন হয়েছে। আমরা জানতে পেরেছি প্রায় আট-ন’বছর আগে বিয়ে হয়েছিল। ছেলেটার কাজে ক্ষতি হচ্ছিল বলে এই এলাকায় চলে আসেন। তবে কী কারণে খুন জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।”