Train accident: রেললাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও সাত বছরের শিশুর

Train Accident: স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকাল বুধবার রাত্রিবেলা টাকি রোড স্টেশনে ঢুকছিল। সেই সময় ট্রেনলাইন পার হচ্ছিলেন বছর ৩২ এর ওই গৃহবধূ ও তার ৭ বছরের শিশু কন্যা।

Train accident: রেললাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু মা ও সাত বছরের শিশুর
ট্রেনের ধাক্কায় মৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 7:24 AM

বসিরহাট: মর্মান্তিক ঘটনা। ট্রেন লাইন পার হচ্ছিলেন মহিলা। সঙ্গে ছিল তাঁর সাত বছরের নাবালক ছেলে। তখনই ঘটল অঘটন। সোজা ট্রেন এসে ধাক্কা মারল নাবালক ও তাঁর মা-কে। ঘটনাস্থলেই মৃ্ত্যু হল দু’জনের।শিয়ালদহ-হাসনাবাদ শাখার টাকি রোড স্টেশনের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকাল বুধবার রাত্রিবেলা টাকি রোড স্টেশনে ঢুকছিল। সেই সময় ট্রেনলাইন পার হচ্ছিলেন বছর ৩২ এর ওই গৃহবধূ ও তার ৭ বছরের শিশু কন্যা। সেই সময় ট্রেনটি এসে সজোরে ট্রেন ধাক্কা মারে তাদের। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে বসিরহাটের জিআরপি গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত রেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত দুজনের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। কী কারণে মৃত্যু? লাইন পার হতে গিয়ে? না আত্মহত্যা? সবটাই তদন্ত শুরু করছে রেল পুলিশ। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বায়ান নিচ্ছে। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য শিয়ালদহ-হাসনাবাদ শাখায় রেল চলাচলে বিঘ্নিত হয়, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।