Sodepur Wrong Medicine Case: ‘গোপনাঙ্গের যন্ত্রণায় দেওয়া হল হাঁটু-কোমর ব্যথার ওষুধ’, রাতভর রোগীর যা পরিস্থিতি…
Sodepur Wrong Medicine Case: পরিবারের লোকজনেরা সাগর দত্ত হাসপাতালের এক ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসেন
উত্তর ২৪ পরগনা: সমস্যা হয়েছে গোপনাঙ্গে। সেখানকার সমস্যার ওষুধ দেওয়ার বদলে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠল। আর ঘটনাকে ঘিরে তুলকালাম সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযোগ, হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে দেওয়া ভুল ওষুধ লাগিয়ে চরম বিপাকে রোগী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোদপুর নাটাগড় এলাকায়।
সোদপুর নাটাগড় অঞ্চলের বাসিন্দা নারায়ণচন্দ্র দেবের প্রস্রাবের জায়গায় ব্যথা হচ্ছিল। সে কারণে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকরা নারায়ণকে দেখার পর প্রেসক্রিপশন লিখে দেন। পরিবারের দাবি, সেই প্রেসক্রিপশনে অন্যান্য ওষুধের পাশাপাশি গোপনাঙ্গে সেই ব্যথার জায়গায় লাগানোর ওষুধের নামও লেখা ছিল।
পরিবারের লোকজনেরা সাগর দত্ত হাসপাতালের এক ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসেন। গোপনাঙ্গে ব্যথার ওষুধের জায়গায় অন্য ওষুধ লাগিয়ে ফেলেন পরিবারের সদস্যরা। পরে জানতে পারেন, সেটি নারি হাঁটু ও কোমর ব্যথার ওষুধ। ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সেই ওষুধই দেওয়া হয়েছে বলে অভিযোগ। রোগী বলেন, “অ্যান্টি বায়োটিক কিংবা বাকি ওষুধ সব ঠিকই দিয়েছে। কিন্তু লাগানোর যে ওষুধটা দিয়েছে, সেটা লাগানোর পর মারাত্মক যন্ত্রণা বেড়ে যায়। পরে নাম দিয়ে সার্চ করে দেখি, সেটি হাঁটু, কোমর ব্যথার ওষুধ।”
অভিযোগ, সেই ওষুধ লাগানোর পর থেকে নারায়ণের পরিস্থিতি আরও আশঙ্কাজনক হতে থাকে। পরিবারের অভিযোগ, প্রেসক্রিপশনে চিকিৎসকরা যে ওষুধ লিখে দিয়েছেন, তার পরিবর্তে ভুল ওষুধ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সোদপুর নাটাগড় এলাকায়।
গোটা ঘটনায় ফের প্রশ্নচিহ্নের মুখে সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকান। তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।