TMCP: মুখ্যমন্ত্রীকে আচার্য করতে রাজ্যপালের কাছে ১০ হাজার পড়ুয়ার স্বাক্ষর পাঠাচ্ছে TMCP

C M Mamata Banerjee: বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদারের নেতৃত্বে বসিরহাট কলেজে শুরু হল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গণস্বাক্ষর নেওয়ার পালা।

TMCP: মুখ্যমন্ত্রীকে আচার্য করতে রাজ্যপালের কাছে ১০ হাজার পড়ুয়ার স্বাক্ষর পাঠাচ্ছে TMCP
রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবে তৃণমূল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 1:08 PM

বসিরহাট: রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আচার্য করার দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন। জানা গিয়েছে, সুন্দরবনের প্রায় দশ হাজার কলেজ পড়ুয়া এবং ছাত্র ছাত্রীদের স্বাক্ষর জোগাড় করছে TMCP। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন আচার্য বিল পাশ হয় বিধানসভায়। কিন্তু, সেই বিলে সই করেননি তৎকালীন রাজ্যপাল। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পরও সেই আচার্য বিলে সই হয়নি। সূত্রের খবর, অর্ডিন্যান্স আনতে চাইছে তৃণমূল। এমন আবহে এবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য পদে আনতে সরব হল তৃণমূল ছাত্র পরিষদ।

বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদারের নেতৃত্বে বসিরহাট কলেজে শুরু হল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে গণস্বাক্ষর নেওয়ার পালা। বসিরহাট কলেজের পাশাপাশি বসিরহাটের সুন্দরবনের বামনপুকুর কলেজ, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, কালিনগর কলেজ ও টাকি গভর্নমেন্ট কলেজ-সহ সীমান্তের তেঁতুলিয়া শহিদ নুরুল ইসলাম কলেজের প্রায় দশ হাজার ছাত্রছাত্রী গণস্বাক্ষর করে রাজ্যপালকে একটি ডেপুটেশন দেবে তৃণমূল। তারই প্রক্রিয়া শুরু হল আজ। ছাত্রনেতা অভিষেক মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য পদে রাখতে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি। আমরা এই গণস্বাক্ষর ডেপুটেশনের মাধ্যমে রাজ্যপালের কাছে পৌঁছে দেব।”

ধনখড়ের আমলের পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জমানায় শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বলেছিলেন, রাজভবন, বিকাশভবন এবং নবান্ন একযোগে কাজ করবে। তবে পরবর্তীতে আচার্য বিল পাশ নিয়ে কিছুটা রাজ্য-রাজভবনের মধ্যে দূরত্ব বেড়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল। পরবর্তীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারবার বলেছেন,”আচার্য বিল অনন্তকাল ধরে আটকে রাখা যায় না।” খোদ মুখ্যমন্ত্রীও এই বিল সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলতে গিয়ে বলেন, “জরুরি বিষয়ে অর্ডিন্যান্স আনাই যায়। পরের অধিবেশনে সেটা পাশ করিয়ে নেওয়া হয়।’ তবে বিজেপির দাবি, “মুখ্যমন্ত্রীকে আচার্য করলে শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বাড়বে।”