Panchayat Elections 2023 Results: ভোটে জিততেই বাম-নির্দল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত বসিরহাট

Panchayat Elections 2023 Results: হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বাম কর্মী। তাঁর মাথা ফেটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

Panchayat Elections 2023 Results: ভোটে জিততেই বাম-নির্দল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত বসিরহাট
উত্তপ্ত বসিরহাটImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 7:25 PM

বসিরহাট: শনিবারের নির্বাচন থেকে সোমবারের পুনর্নিবাচন, লাগাতার হিংসা-হানাহানির ছবি দেখা গিয়েছে গোটা বাংলায়। এসবের মধ্যে মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হতেই হাসি ফুটেছে ঘাসফুল শিবিরের (Trinamool Congress) প্রার্থীদের মুখে। গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব স্তরেই বিপুল ভোটে জিততে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। এদিকে এরমধ্যে আবার দিকে দিকে বিরোধী শিবিরের প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল প্রার্থী জিতে যাওয়ার পরে সিপিএম (CPIM) কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে বিথারী হাকিমপুর গ্রামে। 

হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বাম কর্মী। তাঁর মাথা ফেটেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী গ্রামের একাশি নম্বর বুথে জিতেছে তৃণমূল। এই এলাকারই সক্রিয় বাম কর্মী হিসাবে পরিচিত ছিলেন রজব আলী (৬৫)। তাঁর বাড়িতেই এদিন হামালা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে রজবকে। 

ঘটনায় নির্দল সমর্থক সফিকুল বিশ্বাস বলেন, “আমি তখন ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি আমার বাড়ির জানলা-দরজা ভাঙা হচ্ছে। সঙ্গে চলছে অকথ্য গালিগালাজ। ভোটের ফল বের হতেই এলাকার এক সিপিএম কর্মীর বাড়িতেও হামলা হয়েছে। কামরুজ্জামান বিশ্বাস বাবুল নেতৃত্বে তাজরুল বিশ্বাস, বাপ্পা বিশ্বাস-সহ আরও কয়েকজন হামলা চালিয়েছে। ওরা সব তৃণমূল করে।”