Ram Mandir: ‘মুখ্যমন্ত্রীরটা রাজনীতির বিষয়, আমি রাম পুজো করব’, বললেন তৃণমূল নেতা

Ram Mandir: উত্তর ২৪ পরগনার জেলা পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমুল নেতা প্রিয়াংগু পাণ্ডে এবং তাঁর স্ত্রী ভাটপাড়া পুরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডের উদ্যোগে তৈরি হচ্ছে ১৩০ ফুট দৈর্ঘ্যের রাম মূর্তি। প্রায় ৯ লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে সেটি। আগামিকাল থেকে শুরু হবে পুজো।

Ram Mandir: 'মুখ্যমন্ত্রীরটা রাজনীতির বিষয়, আমি রাম পুজো করব', বললেন তৃণমূল নেতা
তৃণমূল কাউন্সিলরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2024 | 2:41 PM

ভাটপাড়া: অপেক্ষার আর কিছুক্ষণ। তারপরই উদ্বোধন হবে রাম মন্দিরের। বিজেপি এই রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পেরতে চাইছে এই অভিযোগ তৃণমূল আগেই করেছে। এই সবের মধ্যেই আবার বিতর্ক বাড়ালেন শাসকদলের নেতা। ভাটপাড়ায় ৮ লক্ষ প্রদীপ দিয়ে ১৩০ ফুটের রামের মূর্তি বানালেন তিনি। আর এই পুজো নিয়েই শুরু রাজনৈতিক বিতর্ক।

উত্তর ২৪ পরগনার জেলা পরিবহন দফতরের ভাইস চেয়ারম্যান তথা তৃণমুল নেতা প্রিয়াংগু পাণ্ডে এবং তাঁর স্ত্রী ভাটপাড়া পুরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি পাণ্ডের উদ্যোগে তৈরি হচ্ছে ১৩০ ফুট দৈর্ঘ্যের রাম মূর্তি। প্রায় ৯ লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে সেটি। আগামিকাল থেকে শুরু হবে পুজো।

একদিকে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল ‘সংহতি যাত্রা’ করবেন বলে ঘোষণা করেছেন, সেই সময় ভাটপাড়ায় জেলা তৃণমুল কংগ্রেসের নেতা এবং তাঁর স্ত্রীর এই রামপুজোয় কার্যত জলঘোলা তৈরি হয়েছে। এ যদিও বিজেপি রাজনীতি শুরু করেছে। তাঁদের দাবি,এইভাবেই তৃণমূলের ভাঙনের শুরু হবে।

বিষয়টি নিয়ে প্রিয়াংশু পাণ্ডে বলেন, “রামের পুজো সবাই করে। রাম রাজ্য সবাই চায়। কারণ সেই সময় প্রজারা রামের কাছে কথা বলতে পারতেন। সেই রাম-রাজ্য প্রত্যেক মানুষের স্বপ্ন। আর ধর্ম ধর্মের জায়গায়। রাজনীতি রাজনীতির জায়গা। আমি তৃণমূল করলেও আগে আমার কাছে ধর্ম। আমি সম্প্রীতির মিছিলে থাকব না। পুজো করব।”