ভোট পরবর্তী হিংসা, প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী

বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী ৷ সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অমিত মজুমদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তারকনাথ ঘোষ।

ভোট পরবর্তী হিংসা, প্রতিবাদে পথ অবরোধ করলেন সংযুক্ত মোর্চার প্রার্থী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 6:41 PM

বসিরহাট: বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট শেষ হতেই মহকুমা জুড়ে হিংসার ঘটনা। আর এর প্রতিবাদে রাজ‍্য সড়ক অবরোধ করল সংযুক্ত মোর্চা। যার নেতৃত্ব দিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত বসিরহাট দক্ষিণ বিধানসভার কংগ্রেসের প্রার্থী অমিত মজুমদার। ছিলেন কংগ্রেস নেতা আব্দুল কাদের সর্দার।

শুক্রবার সকাল এগারোটা থেকেই টাকি রোডে বসিরহাট চৌমাথায় মাইক বেঁধে, হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি, প্রশাসন ও নির্বাচন কমিশনকে বারবার জানানো সত্ত্বেও কোনও ফল হচ্ছে না। তাই বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। এই ভাবে ভোট পরবর্তী হিংসা চললে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, বসিরহাট দক্ষিণ কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী ৷ সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অমিত মজুমদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তারকনাথ ঘোষ। সংযুক্ত মোর্চার অভিযোগ, শাসক দলের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছেন তাঁদের সমর্থকরা। ভোট মিটলেও চলছে হুঁশিয়ারি ও হুমকি। বিশেষ করে মিনাখাঁ, হাড়োয়া, বসিরহাট উত্তর সহ একাধিক বিধানসভায় তাঁদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। এদিকে প্রতিবাদ করলে তাঁদের বেধড়ক মারধর করা হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন: ভোটের পর রাস্তায় দাঁড়িয়ে ছিল যুবক, হঠাৎই ঘিরে ধরল দু’জন, মাথা লক্ষ্য করে চলল গুলি 

সংযুক্ত মোর্চার প্রার্থীর অভিযোগ, এ নিয়ে বারবার জেলাশাসক ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাঁরা।