Panchayat Election 2023: ‘বাঙালি হিসেবে আমি লজ্জিত’, পঞ্চায়েতে হিংসা নিয়ে মুখ খুললেন চিরঞ্জিত
Chiranjeet Chakraborty: যে ঘটনাগুলি ঘটেছে, তা শতাংশের হিসেবে খুব কম, সেকথা জানিয়েও বিধায়ক বললেন, 'এক শতাংশও যদি না হত, তাহলে ভাল হত।' চিরঞ্জিত বলছেন, 'এরকম হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত নয়। বাঙালি হিসেবে কে লজ্জিত নয়? সবাই লজ্জিত। আমিও লজ্জিত। মৃত্যু কেন হবে?'
বারাসত: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আবহে বাংলায় যেভাবে রক্ত ঝরেছে, যেভাবে মৃত্যু হয়েছে… তা নিয়ে আগেই মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। প্রাক্তন আইপিএসের পর এবার মুখ খুললেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও (Chiranjeet Chakraborty)। কিছুটা আক্ষেপের সুর বারাসতের বিধায়কের গলায়। বলছেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যের। খুব খারাপ লাগছে। নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে।’ যে ঘটনাগুলি ঘটেছে, তা শতাংশের হিসেবে খুব কম, সেকথা জানিয়েও বিধায়ক বললেন, ‘এক শতাংশও যদি না হত, তাহলে ভাল হত।’ চিরঞ্জিত বলছেন, ‘এরকম হওয়ার কথা নয়, এটা হওয়া উচিত নয়। বাঙালি হিসেবে কে লজ্জিত নয়? সবাই লজ্জিত। আমিও লজ্জিত। মৃত্যু কেন হবে?’
রাজনীতিক হওয়ার পাশাপাশি অভিনেতাও চিরঞ্জিত। কর্মসূত্রে বা অন্য কোনও প্রয়োজনে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে। সেই প্রসঙ্গে টেনে বিধায়কের আক্ষেপ, ‘আমিও বিদেশে যাই, সেখানেও লোকে এই কথা বলবে। ভাল লাগবে না সেগুলো শুনতে।’ একইসঙ্গে অতীতে বামেদের ৩৪ বছরের শাসনের অবসানের প্রসঙ্গও টেনে আনেন তিনি। বললেন, ‘শাসক দল ইচ্ছা করলেই জিততে পারে না। সেটার প্রমাণ কীভাবে হেরেছিল বামফ্রন্ট। মানুষ যখন সত্যি সত্যিই প্রত্যাখান করতে শুরু করে, তখন বামেদের মতো ওভাবে রিগিং করেও জেতা যায় না।’ বিধায়কের বক্তব্য, এই ধরনের অশান্তি-গোলমালের জন্য বহু বছর ধরে বাঙালির বদনাম হয়ে আসছে।
এদিকে নির্বাচনের অশান্তি নিয়ে আগেই মুখ খুলেছেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। বলেছেন, ‘সিস্টেম’ পাল্টানোর চেষ্টা করেও কাজের কাজ হচ্ছে না। আর এই সিস্টেম বদলের জন্য সকলকেই উদ্যোগেী হতে হবে বলে মনে করছেন প্রাক্তন আইপিএস বিধায়ক। তাঁর সোজা সাপ্টা বক্তব্য, দেশের আর কোনও রাজ্যে এমন হয় বলে তিনি কখনও শোনেননি। মুখ খুলেছেন ভরতপুরের বিধায়ক, আর এক হুমায়ুন কবীরও। তাঁর বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশনের আরও কড়া হওয়া দরকার ছিল।