Panchayat Election 2023: বাম প্রার্থীর ভাইপোকে বেধড়ক মারধরের অভিযোগ, প্রতিবাদে অগ্নিগর্ভ শংকরপুর
CPIM-TMC: রাস্তায় টায়ার ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসীদের একাংশ। অভিযোগের তির, এলাকার শাসক দল তৃণমূলের দিকে। অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
ব্যারাকপুর: সিপিএম প্রার্থীর (CPIM) ভাইপোকে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর সংলগ্ন শংকরপুর এলাকায়। এলাকার সিপিএম প্রার্থীর ভাইপো ডালিম মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে কার্যত রণক্ষেত্রের আকার নিয়েছে শংকরপুর এলাকায়। রাস্তায় টায়ার ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসীদের একাংশ। অভিযোগের তির, শাসক দল তৃণমূলের (TMC) দিকে। অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। তাঁর বক্তব্য, ‘তৃণমূল এলাকায় ভোট লুঠ করতে পারেনি। সেটা ওদের প্রেস্টিজে লেগেছে।’ আর সেই কারণেই এই হামলা হয়েছে বলে অভিযোগ বামেদের। বাম নেত্রী বলছেন, ‘এলাকার সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে প্রতিবাদ করছেন। মানুষ চাইছে, প্রশাসন যেন সাধারণ মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করে।’ বিক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ তুলছেন, গতকাল থেকে পরিকল্পনা করে এই অশান্তি পাকানো হচ্ছে। এলাকায় বোমা মজুত করা হয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। ভোটের দিন রাতে শাসক দলের থেকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। সব মিলিয়ে সোমবারের ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, যাঁরা এই হামলা চালিয়েছে, তাঁদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।
এদিকে সোমবার বিকেলের এই গোলমালের পর তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশের একটি বিশাল বাহিনী। উত্তেজনা ও ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। বাম নেত্রী গার্গী চট্টোপাধ্য়ায়কেও পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায়। পুলিশ তাঁদের আশ্বস্ত করেন, দ্রুত পদক্ষেপ করা হবে এবং অভিযুক্তদের পাকড়াও করা হবে।
যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি স্থানীয় শাসক শিবিরের। তৃণমূল নেতা বলরাম সাঁতরার দাবি, একজন আক্রান্ত হয়েছে বলে খবর এসেছে। কিন্তু ওই ব্যক্তির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে তাঁর জানা নেই। বলছেন, ‘ওই ব্যক্তি পেশায় টোটো চালক। মাতাল। ঝামেলা করে এলাকায়। তাঁকে হয়ত চার-পাঁচটা ছেলে মেরেছে।’ সিপিএমের অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর দাবি, ‘বামেদের বুথে এজেন্ট দেওয়ার মতো সামর্থ্য নেই। যেহেতু ভোট চলছে, তাই বিষয়টি নিয়ে রাজনীতির ইস্য়ু করার চেষ্টা করছে সিপিএম।’