Panchayat Elections 2023: ভোট পঞ্চায়েতে, সিসি ক্যামেরায় ঢাকছে পুরএলাকা; ব্যাখ্যা দিলেন পুরপ্রধান

Bengal Panchayat Election: সীমান্ত শহর বনগাঁ। পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করে সেখানে দুষ্কৃতীরা এসে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা পুরকর্তৃপক্ষের। আর সে কারণেই পুর এলাকা যেখানে শেষ হয়ে পঞ্চায়েত এলাকার শুরু হচ্ছে, সেই সমস্ত জায়গায় বসানো হচ্ছে সিসিক্যামেরা।

Panchayat Elections 2023: ভোট পঞ্চায়েতে, সিসি ক্যামেরায় ঢাকছে পুরএলাকা; ব্যাখ্যা দিলেন পুরপ্রধান
বসানো হচ্ছে সিসিক্যামেরা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2023 | 11:17 AM

উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটে দুষ্কৃতী দৌরাত্ম্য আটকাতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা। তবে প্রশ্ন, ভোট যখন পঞ্চায়েত এলাকায়, তাহলে পুরএলাকায় হঠাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা বা সিসি ক্যামেরা বসানো হচ্ছে কেন? পুরসভার যুক্তি, ভোটের দিন গ্রামীণ এলাকায় অশান্তি করে অনেকেই আশ্রয় নেয় পুর অঞ্চলে। আবার পুর অঞ্চল থেকে গ্রামীণ এলাকায় গিয়েও অশান্তি পাকানোর অভিযোগ ওঠে। তা রুখতেই পুর অঞ্চল ও পঞ্চায়েত এলাকার সীমানা নির্দিষ্ট করে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

সীমান্ত শহর বনগাঁ। পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করে সেখানে দুষ্কৃতীরা এসে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা পুরকর্তৃপক্ষের। আর সে কারণেই পুর এলাকা যেখানে শেষ হয়ে পঞ্চায়েত এলাকার শুরু হচ্ছে, সেই সমস্ত জায়গায় বসানো হচ্ছে সিসিক্যামেরা। নজরদারিই পুরসভার মূল লক্ষ্য, বলছে তারা।

এ বিষয়ে পুরপ্রধান গোপাল শেঠ বলেন, “বিরোধীরা বহিরাগত এনে এখানে জমায়েত করছে। এমনকী বাংলাদেশ থেকেও আসার সম্ভাবনা রয়েছে। যাতে কোনওভাবেই পুরএলাকায় দুষ্কৃতীরা ঘাঁটি তৈরি করতে না পারে, তার জন্য সিসিক্যামেরায় মুড়ে দিচ্ছি। তাতে প্রতিটা জিনিস অবজারভার, পুলিশ প্রশাসনের নজরদারিতে থাকে।”

যদিও এ বিষয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দলীয় নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “চোরেদের পঞ্চায়েত এবার নির্মূল হবে। সে কারণে এরা ভীত সন্ত্রস্ত। তাই সিসিটিভি লাগাতে হবে। ওরা ভাবছে যে কাজগুলো ওরা করেছিল, এবার বোধহয় বিজেপি করবে। তবে আমরা পরিষ্কার বলতে চাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কোনও হিংসা হানাহানিতে আমাদের বিশ্বাস নেই।”