নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান শুরু

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রোর ভাড়া হবে ১০ টাকা। নোয়াপাড়া, বরানগর হয়ে মেট্রো ঢুকবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে।

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল রান শুরু
পরীক্ষামূলকভাবে দক্ষিণেশ্বরের পথে মেট্রো।
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 4:40 PM

কলকাতা: পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হল নোয়াপাড়া (Noapara)-দক্ষিণেশ্বর (Dakkhineswar) মেট্রোর। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ নোয়াপাড়া থেকে মেট্রোর আধিকারিকদের নিয়ে রওনা দেয় নতুন এই রেক। চার কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছয় সেটি। একটি ট্র্যাকেই এই ট্রায়াল রান (Trial Run) চলবে।

ভবতারিণীর মন্দিরের আদলে তৈরি হয়েছে মেট্রো স্টেশনটি।

স্টেশনের ভিতরে বসানো হয়েছে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, রাসমণির মূর্তি।

যাত্রী নিয়ে যে গতিতে মেট্রো ছুটবে পরীক্ষার প্রথম দিন সে গতিই রাখা হয়েছে। মেট্রোর আধিকারিকরা জানান, প্রথম ট্রায়াল রানে কোনওরকম সমস্যা হয়নি। নির্বিঘ্নেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছেছে। প্রাথমিকভাবে মোটামুটি মাস দেড়েকের ট্রায়াল রানের কথা ভেবে রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। যদি তেমনটা হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম থেকেই যাত্রী নিয়ে দক্ষিণেশ্বের ছুটতে পারে মেট্রো। কমিশনার অব সেফটির সবুজ সঙ্কেত মিললেই বাংলা নববর্ষের আগেই এই মেট্রো পথ খুলে যাবে।

আরও পড়ুন: হোটেলের বিছানায় পড়ে যুবতীর নগ্ন রক্তাক্ত দেহ, বেপাত্তা ‘স্বামী’

পরিকল্পনামাফিক এগোলে মার্চেই সাধারণ যাত্রীর জন্য খুলে যাবে এই মেট্রো পথ।

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রোর ভাড়া হবে ১০ টাকা। নোয়াপাড়া, বরানগর হয়ে মেট্রো ঢুকবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। অর্থাৎ নোয়াপাড়ার পর মাঝে একটি মাত্র স্টেশন পড়বে দক্ষিণেশ্বর পৌঁছতে। এটি নর্থ সাউথ মেট্রোর সম্প্রসারিত রুট। দমদম থেকে নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বরের মেট্রো ধরতে হবে। তিনটি স্টেশনই থাকছে মাটির উপরে।