Asansol: ‘ওই নেতা বলে তো সবার সামনে আমার গায়ে হাত দিয়ে…’, ব্যবসায়ীর সঙ্গেই এ কী করলেন তৃণমূল নেতা!
Asansol: জামুড়িয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার জামুড়িয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের।
আসানসোল: বাজারে ঢুকে এক দোকানদারকে চড় মারার অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল ‘দাদাগিরির’ অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত আসানসোলের জামুড়িয়া। জামুড়িয়া ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সিদ্ধার্থ রানা জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদেও রয়েছেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই চড় মারার দৃশ্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার খাস কেন্দা বাজারে দাদাগিরি করার অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে। প্রতিবাদে মঙ্গলবার জামুড়িয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দোকানদারদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার পুলিশ।
অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা। এই নেতার বিরুদ্ধে অতীতেও এরকম দাদাগিরি ও মারধরের অভিযোগ উঠেছে। এবার সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। প্রতিবাদে মঙ্গলবার ব্যবসায়ী সমিতির সদস্যরা রাস্তায় নেমে মিছিল করেন।
নিগৃহীত মাছ ব্যবসায়ী বলেন, “ওঁ নেতা হতে পারে বটে, তা বলে ভরা বাজারে আমার সঙ্গে এরকম কেন করবে? আমার গায়ে হাত কেন দেবে? আমাকে মারার অধিকার কে দিল? আমরা খেটে খাই। ” আরও এক সবজি বিক্রেতার গায়েও তিনি হাত দিয়েছেন বলে অভিযোগ। ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতেও সোচ্চার হন ব্যবসায়ীরা। এই নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।