Chaitali Tiwari: ‘আসানসোলের জন্য ৩০ লক্ষ, কুলটির জন্য ২৫’, ‘রেট চার্ট’ পোস্ট করে বিস্ফোরক দাবি চৈতালির
Chaitali Tiwari: ১০৬টি ওয়ার্ড নিয়ে গঠিত আসানসোল পুরনিগমে মোট ১০টি বরো। কিন্তু বরো চেয়ারম্যান ঘোষণা হয়নি আসানসোলে। ৮ টি মেয়র পারিষদের মধ্যে ৫ জনের নাম ঘোষণা হয়েছে, বাকিদের নাম ঘোষণা হয়নি এখনও।
আসানসোল : এক বছর হয়ে গেল পুরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়নি, মেয়র পরিষদ সম্পূর্ণ হয়নি, একজন বরো চেয়ারম্যান নির্বাচিত করা হয়নি, দুজন ডেপুটি মেয়রের নাম ঘোষণা হয়েছে, অথচ শপথ গ্রহণ হয়নি। কেন এত বিলম্ব? বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন আসানসোল (Asansol) পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। টাকার বিনিময়ে বরো চেয়ারম্যান করা হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, বরো চেয়ারম্যান হতে গেলে তৃণমূল নেতাদের দিতে হবে নির্দিষ্ট ‘রেট’।
টুইটে বিজেপি নেত্রী দাবি করেছেন, আসানসোল, জামুড়িয়া, রানিগঞ্জ, কুলটি ও বার্নপুর- একেকটি জায়গার জন্য ভিন্ন ভিন্ন রেট চার্ট তৈরি হয়েছে। চৈতালি টুইটে লিখেছেন, ‘ফেলো কড়ি মাখো তেল।’ টুইটে রেট চার্ট হিসেবে তিনি লিখেছেন, আসানসোলের জন্য ৩০ লক্ষ, কুলটির জন্য ২৫ লক্ষ, জামুড়িয়ার জন্য ৪০ লক্ষ, রাণীগঞ্জের জন্য ১৫ লক্ষ, বার্নপুরের জন্য ২০ লক্ষ।
যদিও চৈতালির এই টুইটকে গুরুত্ব দিচ্ছে না শাসক দল তৃণমূল। তৃণমূলের দাবি, পায়ের তলে মাটি সরে গিয়েছে। তাই নিজেকে প্রচারে আলোয় আনতে এসব করে বেড়াচ্ছে বিজেপি।
আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘বরো চেয়ারম্যানের কোনও পদ বিক্রি হচ্ছে না। অপপ্রচার করছেন বিরোধীরা।’ তিনি কার্যত হুঁশিয়ারি দেন, এই অভিযোগ প্রমাণ করতে হবে, নইলে প্রয়োজনে তাঁরা মামলার পথে যাবেন। আসানসোল পুরনিগমের পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘যাঁরা এসব অভিযোগ করছেন, তাঁদের সময়ে এসব হয়ত হতো। আমাদের সময়ে হয় না। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বোর্ড গঠন হবে।’
উল্লেখ্য, প্রায় এক বছর হল ভোট হয়েছে আসানসোল পুরনিগমে। কিন্তু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়নি। এ নিয়েই সরব হয়েছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, বোর্ড গঠন না হওয়ায় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বোর্ড গঠন না হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। তবে নাগরিক পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ মানতে চাননি তিনি। চৈতালি তিওয়ারি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবিতে একাধিক বার চিঠিও দিয়েছেন রাজ্যের পুর দফতরকে।
এ বিষয়ে কংগ্রেস কাউন্সিলর গোলাম সারওয়ারের অভিযোগ, বার বার আশ্বাস দেওয়া হলেও এক বছরেও বরো চেয়ারম্যান থেকে ডেপুটি মেয়র পদ সবই শূন্য রয়েছে। সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
১০৬টি ওয়ার্ড নিয়ে গঠিত আসানসোল পুরনিগমে মোট ১০টি বরো। কিন্তু বরো চেয়ারম্যান ঘোষণা হয়নি আসানসোলে। ৮ টি মেয়র পারিষদের মধ্যে ৫ জনের নাম ঘোষণা হয়েছে, বাকিদের নাম ঘোষণা হয়নি এখনও। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আসানসোলের দুই ডেপুটি মেয়র হিসেবে অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু তাঁরাও শপথগ্রহণ করেননি এখনও।