Asansol Firing : ৫ রাউন্ড গুলি চালিয়ে নির্বিকার দুষ্কৃতীরা! এবার তদন্তে নামল CID
Asansol Shootout: প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে সেনরালে রোড থেকে জুবিলী মোড় ২ নম্বর জাতীয় সড়কের দিকে চলে গিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু মোটরবাইকে না চার চাকায় কিসে গিয়েছে, তা পুলিশ এখনো জানতে পারেনি।
কী কারণে খুন ?
ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অরবিন্দ ভগত শুধু হোটেল ব্যবসায়ীই ছিলেন না। তিনি ছিলেন প্রোমোটার। সুদের ব্যবসায়ীও। ব্যবসা সংক্রান্ত কোনও লেনদেনের শত্রুতা থেকেই এই খুন বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ভাড়াটে খুনি ব্যবহার করা হয়েছে এই ঘটনায়। কারণ যে কায়দায় খুন করা হয়েছে তাতে স্পষ্ট প্রফেশনাল শুটার বা ভাড়াটে খুনির বডি ল্যাঙ্গুয়েজ। পরপর পাঁচ রাউন্ড গুলি করার পর ভাল করে খতিয়ে দেখে তারা। টার্গেটের মৃত্যু হয়েছে কি না নিশ্চিত হওয়ার পরই তারা বেরিয়ে যায়।
কিন্তু প্রশ্ন উঠেছে যে এলাকায় এই ঘটনা সেই এলাকার নিরাপত্তা নিয়ে। আসানসোল ভগত সিং মোড়ের কাছেই এই মীরা ইন্টারন্যাশনাল হোটেল। এই হোটেলের ঠিক উল্টোদিকেই দ্বিতীয় সারিতে রয়েছে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির পিছনের অংশ। এবং ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ি। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “আসানসোলের একদম সেন্ট্রাল জায়গা। তার ঢিল ছোড়া দূরত্বে আসানসোল থানা। একটা গলির পর তৃণমূল মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। আর এখন দুষ্কৃতীরা এসে গুলি করে চলে যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”