TMC: ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল ব্লক সভাপতিকে মানছি না’, কারা দিল পোস্টার? চাঞ্চল্য রানিগঞ্জে

TMC: গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা, টেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি মামলায় চাপ বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেখানে এই নতুন পোস্টারে শাসকদলের নতুন করে অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

TMC: ‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল ব্লক সভাপতিকে মানছি না’, কারা দিল পোস্টার? চাঞ্চল্য রানিগঞ্জে
এই পোস্টার ঘিরে চাঞ্চল্য
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2022 | 1:58 PM

রানিগঞ্জ: তৃনমূলের (Trinamool Congress) ব্লক সভাপতি দুর্নীতিগ্রস্ত। এই মর্মে পোস্টার পড়ল রানিগঞ্জে। সূত্রের খবর, শনিবার সকালে রানিগঞ্জের (raniganj) বল্লভপুর এলাকায় এরকম প্রায় দশটি পোস্টার দেখা যায়। যা নিয়ে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। ওই পোস্টারে রানিগঞ্জ গ্রামীনের ব্লক সভাপতি দেবনারায়ন দাসকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা প্রসঙ্গে বিজেপির (BJP) গ্রামীণ মণ্ডল সভাপতি পরিমল মাজির দাবি, “এটা তৃনমূলের গোষ্ঠীকোন্দলের ফল। নিজেদের মধ্যে ভাগাভাগি, কাটমানির লড়াই চলছে। দলটার নীতি আদর্শ বলে কিছু নেই। এখন নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। নিজেদের মধ্যে এখন বালির লড়াই, কয়লার লড়াই চলছে। এটা এখন প্রকাশ্যে এসেছে।” 

প্রসঙ্গত, গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা পাচার মামলা, টেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি মামলায় চাপ বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। নাম জড়িয়েছে দলের একাধিক নেতা মন্ত্রীর। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের একাধিক প্রান্ত থেকে উঠে আসছে শাসক দলের গোষ্ঠী কোন্দলের কথা। এমতাবস্থায় আসনসোলের এই ঘটনা নতুন করে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ।   

তবে দেবনারায়ন দাসকে ক্লিনচিট দিয়ে পাশে দাঁড়িয়েছেন রানিগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। তিনি বলেন, “ যত ছেলে আছে তার মধ্যে দেবু বেস্ট। কোনও দুর্নীতির সঙ্গে দেবনারায়ন জড়িত নয়। একথা জেনেই দল তাঁকে ব্লক সভাপতি করেছে। দলের যারা দুর্নীতি করতে পারছে না তারাই এই ধরনের পোস্টার দিয়েছে। ও কখনও দুর্নীতির সঙ্গে থাকে না। সেটা ওই অঞ্চলের সবাই জানে। ওই অঞ্চলের সবাইকে জানি। কারা এটা করতে পারে সেটাও জানি। ” তবে এ সম্পর্কে মুখ খুলতে চাননি দেবনারায়ন দাস ।