WB By Election Result: আসানসোল পুরনিগমের উপনির্বাচনে জিতলেন মেয়র বিধান উপাধ্যায়

WB By Election Result: শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

WB By Election Result: আসানসোল পুরনিগমের উপনির্বাচনে জিতলেন মেয়র বিধান উপাধ্যায়
জয়ী বিধান উপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 10:31 AM

আসানসোল: আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। ৫৪৭৭ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল। পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে ভোট হয় ২১ অগস্ট। ইতিমধ্যেই মহকুমা শাসকের দফতরে চলছে ভোট গণনা। জানা যাচ্ছে, মোট ৭ রাউন্ড গণনা হবে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মহকুমা শাসকের দফতর ও আসানসোল বিশেষ সিবিআই আদালত একই এলাকায়। এদিন আবার আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে।

তাই আরও বেশি করে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রাখছেন পুলিশ কর্মীরা। যখন অনুব্রত মণ্ডল আদালতে ঢুকবেন, তখন তৃণমূলের জয়ের আবহ থাকবে গোটা এলাকা জুড়ে। অতি উৎসাহী সমর্থকরা যেন আদালত চত্বরে প্রবেশ না করে যান, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোট ভোট-৮৪৫৭ তৃণমূল-৬৬৮৩ সিপিএম-১২০৬ বিজেপি ৪৮৫ কংগ্রেস ৮৩

উপনির্বাচনের দিনে আসানসোলে বিক্ষিপ্ত অশান্তি হয়।  জামুড়িয়ায় বহিরাগত ঢুকিয়ে ভোট লুঠের অভিযোগ তোলে বিজেপি। প্রতিবাদে ২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভও দেখান তাঁরা।  বিরোধীদের অভিযোগ অস্বীকার করে তৃণমূল। শেষমেশ জয়ের হাসি হাসে তৃণমূল।

প্রসঙ্গত, নির্বাচনে না লড়লেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধান উপাধ্যায়কে আসানসোলের মেয়র করেছিলেন। তারপর থেকে তিনি আসানসোল পুর নিগমের মেয়রের দায়িত্ব সামলে আসছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই তাঁকে কোনও একটি ওয়ার্ড থেকে জয়ী হতে হত। সেই কারণেই এই উপনির্বাচন। ৬ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।