Anubrata Mondal: ১ কোটি টাকায় ৫টি ট্রাক কিনেছিল ভোলে ব্যোম রাইস মিল, টাকা এসেছিল ব্যাঙ্কের মাধ্যমে: সূত্র
Birbhum News: গতি মোটর্সের ওই আধিকারিক হরিসাধন রক্ষিত টিভি নাইন বাংলাকে জানান, ২-৩ বছর আগে এই ট্রাকগুলি কেনা হয়েছিল। ব্যাঙ্কের মাধ্যমে টাকা পেয়েছিলেন তাঁরা।
পশ্চিম বর্ধমান (দুর্গাপুর): এই মুহূর্তে সংবাদের শিরোনামে বীরভূমের ভোলে ব্যোম রাইস মিল। বোলপুরের ত্রিশূলপট্টির এই চালকলের অংশীদার হিসাবে উঠে এসেছে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নাম। শুক্রবারই সেখানে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সিবিআই তল্লাশি চলে। তাতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একাধিক গাড়ি সেখানে উদ্ধার হয়। জানা যায়, দুর্গাপুরের গতি মোটর্স নামে একটি সংস্থা থেকে কোটি টাকার গাড়ি কিনেছিল ভোলে ব্যোম রাইস মিল। এবার জানা যাচ্ছে, সেই প্রায় এক কোটি টাকা দিয়ে মূলত ট্রাক কেনা হয়েছিল। পাঁচটি ট্রাক কেনা হয়েছিল বলে টিভি নাইন বাংলাকে জানিয়েছেন গতি মোটর্সের আধিকারিক।
গতি মোটর্সের ওই আধিকারিক হরিসাধন রক্ষিত টিভি নাইন বাংলাকে জানান, ২-৩ বছর আগে এই ট্রাকগুলি কেনা হয়েছিল। ব্যাঙ্কের মাধ্যমে টাকা পেয়েছিলেন তাঁরা। দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে গতি মোটর্সের বিশাল শোরুম। সংস্থার কর্তাদের দাবি, সেখান থেকে বিশাল আকারের পাঁচটি ট্রাক কিনেছিল ভোলে ব্যোম রাইস মিল। একটি বেসরকারি ব্যাঙ্কের সিউড়ি শাখার মাধ্যমে এই বিপুল টাকার ট্রাক কেনা হয়। যদিও কিছু টাকা পরে চেকের মাধ্যমে দিয়েছিল রাইস মিল কর্তৃপক্ষ।
সংস্থার আধিকারিকরা জানান, যেহেতু ব্যাঙ্কের মাধ্যমে অর্থ এসেছিল, তাই খুব বেশি তথ্য তাঁদের কাছে ছিল না। গতি মোটর্সের জিএম সেলস হরিসাধন রক্ষিত বলেন, “ভোলে ব্যোম রাইস মিল দু’ তিন বছর আগে আমাদের কাছ থেকে পাঁচটা ট্রাক কিনেছিল। ব্যাঙ্কের মাধ্যমে গাড়িগুলির জন্য ফান্ডিং হয়। ওই ব্যাঙ্ক গতি মোটর্সের নামে আরটিজিএসে পেমেন্ট করেছিল। বাকি যেমন সাধারণ পদ্ধতি মেনে ডাউন পেমেন্ট হয়, সেটা চেকে দিয়ে পেমেন্ট করেছিল। প্রায় ১ কোটি টাকা দাম হবে পাঁচটা গাড়ির।” অন্যদিকে ভোলে ব্যোম রাইস মিলের পর এবার সিবিআইয়ের নজরে বোলপুরের আরও একটি রাইস মিল। নাম শিব শম্ভু রাইস মিল। প্রশ্ন উঠছে, এই চালকলও কি অনুব্রতের ঘনিষ্ঠের।