Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cow Smuggling Case: ভোরেই মাস্কে মুখ ঢেকে সিবিআই কোর্টে হাজির আব্দুল লতিফ

Asansol: গত ২৭ এপ্রিল গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বিচারককে জানান, লতিফকে তাঁরা আগেও জিজ্ঞাসাবাদ করেছেন। তবে নতুন তথ্যের ভিত্তিতে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান এবং সহযোগিতা আশা করেন।

Cow Smuggling Case: ভোরেই মাস্কে মুখ ঢেকে সিবিআই কোর্টে হাজির আব্দুল লতিফ
আব্দুল লতিফ
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 11:39 AM

আসানসোল: সাত সকালে আদালতে হাজির গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ আব্দুল লতিফ (Abdul Latif)। তবে শনিবার আসানসোল আদালতে এক আইনজীবীর মৃত্যুতে শোক পালন হয়। তাই নতুন করে শুনানি হয়নি এদিন। আদালতের নির্দেশ মেনে যেহেতু লতিফ হাজিরা দিয়েছেন, তাই তা খাতায় কলমে ‘রেকর্ড’ হয়ে রইল। ৮ মে ফের আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। সেদিনই তাঁর মামলার শুনানি হবে। মাঝের দু’দিনের জন্য ২৭ এপ্রিল দেওয়া আদালতের শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশই বহাল থাকবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে এসেছেন গরু পাচার মামলায় আলোড়ন ফেলা আব্দুল লতিফ। সেই রক্ষাকবচের মেয়াদ ৪ মে পর্যন্ত ছিল। তবে সেদিন মামলার শুনানি না হওয়ায় রক্ষাকবচের নির্দেশ বহাল থাকে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দেওয়ার সময়ই বলেছিল, ২৭ এপ্রিলের মধ্যে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে লতিফকে।

সেইমতো সুপ্রিম-কবচ নিয়ে ২৭ এপ্রিল আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেন লতিফ। জামিনের আবেদন করেন। সেই আবেদন মঞ্জুরও হয় শর্তসাপেক্ষে। ৬ তারিখ অর্থাৎ আজ শনিবার পর্যন্ত জামিনের মেয়াদ ছিল। শর্ত ছিল ৩ দিন পর পর সিবিআইয়ের কাছে যেতে হবে। সেই হাজিরাও তিনি দেন। শনিবার সকাল ৬টার আগেই লতিফ দলবল নিয়ে আদালতে ঢুকে পড়েন। মুখে মাস্কের আড়াল।

গত ২৭ এপ্রিল গরু পাচার কাণ্ডের তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বিচারককে জানান, লতিফকে তাঁরা আগেও জিজ্ঞাসাবাদ করেছেন। তবে নতুন তথ্যের ভিত্তিতে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান এবং সহযোগিতা আশা করেন। লতিফের আইনজীবীও সেদিন বলেছিলেন, সবরকম সহযোগিতায় তাঁরা রাজি। প্রয়োজনে এখন থেকেই সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারেন বলেও জানান লতিফের আইনজীবী।

দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। বিচারক নির্দেশ দেন ৩ দিন পর পর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। পাসপোর্ট জমা রাখতে হবে। শুনানি শেষে সমস্ত শর্ত সাপেক্ষে ১৫ হাজার টাকা জমা রাখার বিনিময়ে জামিন পান লতিফ।

গত ২৭ এপ্রিল জামুড়িয়ার ইসিএল সাতগ্রাম গেস্ট হাউসে লতিফকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরে ২৭ এপ্রিল থেকে ৬ মে-এর মধ্যে একাধিকবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। তবে শুধু সিবিআই নয়, ইডির খাতাতেও নাম রয়েছে লতিফের। গরু পাচার মামলায় ইডি যে চার্জশিট পেশ করেছে সেখানে তাঁর নামের উল্লেখ আছে। আবার কয়লার কারবারি রাজু ঝা হত্যা মামলায়ও রাজ্য পুলিশের সিটের স্ক্যানারে লতিফ।

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের