Monalisa on Partha: ‘আমি একজন সৎ শিক্ষিকা, শিক্ষিত পরিবারের সন্তান’, এক মাস পর বিশ্ববিদ্যালয়ে মোনালিসা

Monalisa Das: বিশ্ববিদ্যালয়ের তরফে মোনালিসা দাসের সম্পর্কে একাধিক অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ ওঠে, ক্ষমতার কেন্দ্রে থাকায়, তার সবরকম সুযোগ নিতেন এই অধ্যাপিকা।

Monalisa on Partha: 'আমি একজন সৎ শিক্ষিকা, শিক্ষিত পরিবারের সন্তান', এক মাস পর বিশ্ববিদ্যালয়ে মোনালিসা
অধ্যাপিকা মোনালিসা দাস।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 9:11 PM

পশ্চিম বর্ধমান: প্রায় এক মাস পর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ও বিভাগীয় প্রধান মোনালিসা দাসকে। সেই মোনালিসা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর যাঁর নিয়োগ এবং ‘দাপট’ নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সোমবার বিশ্ববিদ্যালয়ে যান তিনি। সেখানে ইডি, অর্পিতা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে মোনালিসার জবাব, “আমি অর্পিতা মুখোপাধ্যায় নামে কাউকে চিনি না, জানিও না। আর আমাকে ইডি কখনও তলবও করেনি। ইডির নোটিসের কোনও প্রশ্নই নেই।” এদিন অধ্যাপিকা মোনালিসা দাস বলেন, “আমি একজন সৎ শিক্ষিকা। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবান্তর।” একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে তাঁর নাম জড়ানো প্রসঙ্গে মোনালিসার জবাব, “এই নিয়ে কিছু বলতে পারব না।”

বিশ্ববিদ্যালয়ের তরফে মোনালিসা দাসের সম্পর্কে একাধিক অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ ওঠে, ক্ষমতার কেন্দ্রে থাকায়, তার সবরকম সুযোগ নিতেন এই অধ্যাপিকা। বিরোধী রাজনৈতিক দলগুলি এ নিয়ে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান, ডেপুটেশনও দেন। মোনালিসার বক্তব্য, “আমি শিক্ষিত পরিবারের সন্তান। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠা একেবারে ভিত্তিহীন।”

কিন্তু এতদিন কেন তাঁকে বিশ্ববিদ্যালয়ে দেখা গেল না? উত্তরে মোনালিসা জানান, “আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় অসুস্থ থাকায় কাজ থেকে অব্যাহতি নিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অবান্তর।” তবে মোনালিসার সঙ্গে বাংলাদেশের একটা যোগ নিয়ে অভিযোগ উঠেছিল। এমনও শোনা গিয়েছিল বোলপুরে পার্থর বাগানবাড়ির দেখভালের ভার মোনালিসারই ছিল। এ নিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হলে, তিনি অবশ্য কোনও জবাব দেননি।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের নাম প্রথম উঠে আসে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই মোনালিসাকে নিয়ে নানা কথা ওঠে। তাঁকে পার্থ-ঘনিষ্ঠ বলেও দাবি করে বিভিন্ন মহল। যদিও এদিন মোনালিসা জানান, এসব কথার কোনও ভিত্তি নেই। তাঁর শিক্ষাগত যোগ্যতাই তাঁকে এই জায়গা দিয়েছে।

মোনালিসার নাম। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ, ঘনিষ্ঠতা বলে ইডি সূত্রে খবর আসে। মোনালিসাও বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী, তা নিয়েও প্রশ্ন ওঠে। সেদিন থেকেই আড়ালে ছিলেন মোনালিসা দাস। আসানসোলের গড়াইরোডের ভাড়া বাড়ির মালিক জানিয়েছিলেন মোনালিসা দাস ১০ জুলাই শেষ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তারপর ১ মাস ১০ দিন পর তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন। এদিন বিশ্ববিদ্যালয় থেকে টোটোতে চাপেন। তাঁকে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দেননি। এরপর যখন বাড়ির কাছে তিনি যখন টোটো থেকে নামছিলেন তখন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর নিমরাজী হয়ে দেন। সংক্ষিপ্ত উত্তর দিয়েই তিনি বাড়ির ভেতর ঢুকে যান।