থামছে না হিংসা, চন্দ্রকোণায় বিজেপির বুথ এজেন্টের বাড়িতে হামলা

সাঁতরা পরিবারের সদস্যদের অভিযোগ, ভয়ে বাড়ি ঢুকতে পারেননি ওই বিজেপি (BJP) কর্মী।

থামছে না হিংসা, চন্দ্রকোণায় বিজেপির বুথ এজেন্টের বাড়িতে হামলা
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 6:13 PM

পূর্ব মেদিনীপুর: ভোট-পরবর্তী (West Bengal Election 2021) হিংসা অব্যাহত। বিজেপির বুথ এজেন্ট হওয়ায় এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল। অভিযোগের আঙুল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। চন্দ্রকোণার গোয়ালসিনির ঘটনা। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে। এখানে একটি বুথে বিজেপির এজেন্ট হয়েছিলেন গোয়ালসিনির সমীর সাঁতরা। অভিযোগ, সে কারণেই ভোটের দিন রাতেই তাঁর বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। সমীরের বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত বোর্ডের! জেনে নিন কাদের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে

ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সাঁতরা পরিবারের সদস্যদের অভিযোগ, ভয়ে বাড়ি ঢুকতে পারেননি ওই বিজেপি কর্মী। চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। যদিও স্থানীয় তৃণমূল নেতা সুজয় পাত্রের দাবি, তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।