PM Awas Yojana: ‘আমার বাড়ি আছে, চাকরিও করি’, আবাস যোজনা থেকে নাম কাটার আবেদন জানালেন বিজেপি নেতা

PM Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে বিভিন্ন জায়গা থেকে। রাজ্য জুড়ে শুরু হয়েছে সমীক্ষা।

PM Awas Yojana: 'আমার বাড়ি আছে, চাকরিও করি', আবাস যোজনা থেকে নাম কাটার আবেদন জানালেন বিজেপি নেতা
বিজেপি নেতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 3:48 PM

ঘাটাল: আবাস যোজনা প্রকল্পের তালিকায় রয়েছে নাম। এ কথা জানতে পেরে তড়িঘড়ি নাম বাতিলের জন্য ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন বিজেপি (BJP) নেতা। বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত দলুই ইতিমধ্যেই লিখিত আবেদন জানিয়েছেন, যাতে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ঘটনা। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও নাম রয়েছে, এমন অভিযোগ উঠেছে। বিভিন্ন অঞ্চলে গিয়ে সমীক্ষাও চালানো হচ্ছে। সেই আবহে নিজের নাম দেখেই তৎপর হলেন বিজেপি নেতা।

চন্দ্রকোনার ২ নম্বর ব্লকের উত্তর মণ্ডলের সভাপতি সুকান্ত দলুই বিজেপির দলীয় প্যাডে লিখিত আবেদন জানিয়েছেন ব্লক প্রশাসনের কাছে। তিনি জানিয়েছেন, তাঁর ছোট একটি পাকা বাড়ি রয়েছে। এছাড়া বর্তমানে তিনি চাকুরজীবী। তাই তিনি চাইছেন, আবাস যোজনার তালিকা থেকে যেন তাঁর নাম বাদ দেওয়া হয়।

সুকান্ত জানান, মঙ্গলবারই তিনি জানতে পেরেছেন, তাঁর নাম থাকার বিষয়টি। যাঁরা সমীক্ষা করতে এসেছিলেন তাঁদের কাছ থেকেই সে কথা জানতে পারেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে তাঁর একটি পাকা বাড়ি রয়েছে। বিজেপির ওই নেতা বলেন, ‘যাঁরা সার্ভে করতে এসেছিলেন, তাঁদের জানিয়েছি আমি চাকরি করি, প্রকৃত যাঁদের বাড়ি দরকার, তাঁদের মধ্যে কেউ বাড়িটি পেলে উপকৃত হবেন।’

এ বিষয়ে ভগবন্তপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খান বলেন, ‘আমাদের বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকও তাঁদের বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন জানিয়েছেন। তাঁদের দেখেই বিজেপি নেতার সুবুদ্ধি হয়েছে।’

মঙ্গলবার নবান্নে এই ইস্যুতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি জানিয়েছেন, পাকা বাড়ি থাকলে কোনওভাবেই আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে না। নাম উঠলে তা যাতে দ্রুত বাতিল করা হয় সেই নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। একইসঙ্গে কোনও প্রভাবশালীর প্রভাব খাটানো চলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।