ডাব্বা ভর্তি বোমা উদ্ধার সবংয়ে, তৃণমূল-বিজেপির তীব্র চাপানউতোর

ডাব্বা ভর্তি বোমা উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায়। আর সোমবার এই বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরক জড়ো করা নিয়ে আঙুল তুলছে।

ডাব্বা ভর্তি বোমা উদ্ধার সবংয়ে, তৃণমূল-বিজেপির তীব্র চাপানউতোর
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 19, 2021 | 7:57 PM

পশ্চিম মেদিনীপুর: ডাব্বা ভর্তি বোমা উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের সবং থানা এলাকায়। আর সোমবার এই বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরক জড়ো করা নিয়ে আঙুল তুলছে। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে হিংসার ষড়যন্ত্র করার অভিযোগ উঠল।

এদিন সবং থানার ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথচক গ্রামে একটি বাঁশ জঙ্গলের ভিতর ডাব্বা ভর্তি বোমা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গোটা এলাকা ঢেকে ফেলে পুলিশ। ছুটে আসে বম্ব স্কোয়ার্ডে খবর পাঠানো হয়।

এ নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি গণেশ জানার অভিযোগ, বিষ্ণুপুর অঞ্চলের ওই বুথে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে একুশের নির্বাচনে। বিধানসভায় তৃণমূল জিতলেও ওই এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে এবং তারই প্রমাণ হিসাবে মিলেছে এই বোমার ডাব্বা।

আরও পড়ুন: করোনা ভয়ে খিল দিয়েছে আত্মীয়রা! মুসলিম যুবকদের কাঁধে চড়েই শ্মশানযাত্রা বলাইবাবুর

যদিও বিজেপি নেতা অজিত মণ্ডলের পাল্টা অভিযোগ, তৃণমূল জয়ের পরই এলাকায় আতঙ্ক পরিবেশ তৈরি করে রাখছে। ওই কেন্দ্রে বিজেপির জয়লাভের পর তারা এভাবে বোমাবাজি চালিয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।