West Midnapore: ২ মাস ধরে দিন কাটছে স্কুলের বারান্দায়, কবে মিলবে মাথা গোঁজার ঠাঁই?

West Midnapore: পরপর সাতটি বাড়ি তলিয়ে গিয়েছে নদীর জলে। বাসিন্দারা আশ্রয় নিয়েছেন প্রাথমিক স্কুলে।

West Midnapore: ২ মাস ধরে দিন কাটছে স্কুলের বারান্দায়, কবে মিলবে মাথা গোঁজার ঠাঁই?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 9:21 AM

পশ্চিম মেদিনীপুর : রূপনারায়ন গিলে খেয়েছে একের পর এক বাড়ি। মাথার ছাদ হারিয়ে প্রবল ঠাণ্ডায় কেউ আশ্রয় নিয়েছেন প্রাথমিক স্কুলে, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নীচেই ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছেন। দীর্ঘ দু মাস অতিক্রান্ত হলেও প্রশাসনের তরফ থেকে কোনও সুবিধে পাওয়া যায়নি। দিন আনা দিক খাওয়া পরিবার কনকনে শীতে সন্তানদের নিয়ে পথ চেয়ে রয়েছে প্রশাসনের সাহায্যের আশায়।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গোপীগঞ্জ এলাকার ৭ টি পরিবারের একাধিক সদস্যদের এমনই অবস্থা। মাস দুয়েক আগে তলিয়ে গিয়েছে সাতটি বাড়ি। বর্তমানে আরও কয়েকটি পরিবার ধসের আতঙ্কে প্রহর গুনছে। প্রশাসন কথা দিলেও কথা রাখেনি। দিনের পর দিন শুধুই মিলেছে আশ্বাস।

জানা গিয়েছে, ২ মাস আগে রূপনারায়ন নদীর পাড় ধসে নদীতে তলিয়ে যায় ৭ টি পাকা বাড়ি ও মাটির বাড়ি। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে এলাকায় গিয়ে ওই মানুষদের সরিয়ে নিয়ে আসা হয় এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ে এনে রাখা হয়। আর সেই সময় প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ওই সমস্ত মানুষদের দ্রুত থাকার ব্যবস্থা করা হবে। কিছু চাল, ডালও দেওয়া হয়েছিল সেই সময়। কিন্তু দু মাস পেরিয়ে গেলেও প্রশাসনিক আধিকারিকদের আর কোনও দেখাই পাননা এলাকার মানুষজন। কনকনে শীতের রাতে ছেলেপুলে ও বৃদ্ধ মানুষদের নিয়ে কারও দিন কাটছে তাঁবুতে, কারও স্কুল ঘরে।

আর এতে ক্ষোভে ফুঁসছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সদস্যরা। শুধু তারাই নয়, রূপনারায়ন নদী লাগোয়া ওই এলাকায় এখনও বেশ কয়েকটি বাড়ি তলিয়ে যেতে পারে নদীতে, তাই প্রতিনিয়তই বাড়ছে আতঙ্ক। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের আধিকারিকরা কথা দিয়ে কথা রাখেননি, তাঁরা চাইছেন দ্রুত প্রশাসনের আধিকারিকরা তাঁদের কিছু না কিছু একটা ব্যবস্থা করুক। নদী পাড় বাঁধার কাজ শুরু করা হোক।

ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, শেখ ইকবাল কাদের বলেন, ‘আমি স্থানীয় বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিক, সকলকে বিষয়টি বারেবারে জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ওই মানুষগুলোর খুবই কষ্টে দিন কাটছে। আমি চাই দ্রুত ওদের কিছু একটা স্থায়ী সমাধান হোক।’

আরও পড়ুন : Weather Update: আজ মরসুমের শীতলতম দিন! তবে আবহাওয়াবিদরা জানিয়ে দিলেন জাঁকিয়ে ঠান্ডা থাকবে কত তারিখ পর্যন্ত…

যদিও ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ‘দাসপুর ২ ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি দ্রুত ওই পরিবারগুলিকে কিছু একটা স্থায়ী সমাধান করা হবে।’

আরও পড়ুন : Omicron Variant: আসন্ন শীত খুব একটা সুখকর নয়, ওমিক্রনের তর্জন-গর্জন নিয়ে সতর্ক করলেন মার্কিন বিশেষজ্ঞ