Panchayat Elections 2023: ভোট মিটলেও থামছে না হিংসা, নির্দল-তৃণমূল সংঘর্ষ সবংয়ে, আহত ৮
Panchayat Elections 2023: তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে নির্দল কর্মীরা। তাঁদের দাবি, তাঁদেরই প্রথমে মারধর করেছে তৃণমূলের লোকজন।
সবং: ভোট (Panchayat Elections 2023) মিটেছে, কিন্তু হিংসা থামছে কোথায়? এখনও রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে হানাহানির খবর। উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নম্বর দেভোগ অঞ্চলের মোগলানিচক এলাকায়। বাম-কংগ্রেস সমর্থিত নির্দল কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ তৃণমূল কর্মীদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়।
অভিযোগ, ওই এলাকায় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক। সেই সময় বাম-কংগ্রেস সমর্থিত কয়েকজন নির্দল কর্মী এসে তাঁদের উপর হামলা চালায়। মুহূর্তেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সবং থানার বিশাল পুলিশ বাহিনী। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে খবর। তাঁদের ভর্তি করা হয়েছে সবং গ্রামীণ হাসপাতালে। তৃণমূলের তরফে অভিযোগও দায়ের করা হয়েছে সবং থানায়।
যদিও অভিযোগ অস্বীকার করেছে নির্দল কর্মীরা। তাঁদের দাবি, তাঁদেরই প্রথমে মারধর করেছে তৃণমূলের লোকজন। তাঁরা আরও বলছেন, তৃণমূল এখানে হেরে যাবে। সেই ভয়েই আমাদের উপর হামলা চালাচ্ছে। ভুলভাল রটাচ্ছে। যদিও সবং-র পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি হাজরা বিবি বলেন, “১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়। তারপর আমরা বাড়ি যাই। আজ সকালেও সব ঠিক ছিল। আচমকা তৃণমূলের একটা ছেলেকে বাম-কংগ্রেস জোট সমর্থিত এক নির্দল কর্মী এসে হুমকি দেয়। যে হুমকি দেয় তার বাবা রুস্তম মহম্মদ নির্দল হিসাবে এবারে ভোটে দাঁড়িয়েছে। এদিকে যে ছেলেটাকে হুমকি দিয়েছে সে তখন একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তখনই ছেলেটা ভয়ে আমাদের কাছে চলে আসে। এরপর নির্দলের লোকেরা লাঠি, ছুরি, বন্দুক নিয়ে এসে মারধর করে। বারবার বলতে থাকে আমাদের কেন ভোট দিসনি? দীর্ঘক্ষণ ধরে মারা হয়। আমাদের দলের চারজন আহত হয়েছে।”