Panchayat Election 2023 Result: কাউন্টিং অফিসারকে সপাটে চড় নির্দল প্রার্থীর, বললেন, ‘আমাকে হারিয়ে দিয়েছে’

Panchayat Election 2023 Result: এদিন গ্রামপঞ্চায়েতের গণনা তখন শেষ। এক প্রত্যক্ষদর্শীর কথায়, নির্দল প্রার্থী পরাজিত ঘোষণা হতেই রাগে ফুঁসতে থাকেন তিনি। তাঁর সঙ্গে থাকা লোকজনও দ্বিগুন তেতে ওঠেন। এরপরই এক কথা দু' কথায় শুরু হয় বচসা।

Panchayat Election 2023 Result: কাউন্টিং অফিসারকে সপাটে চড় নির্দল প্রার্থীর, বললেন, 'আমাকে হারিয়ে দিয়েছে'
আটক তনুজা বিবি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:56 PM

সবং: গণনাকেন্দ্রে নির্দল প্রার্থীর ‘দিদিগিরি’। হারতেই সপাটে চড় কষালেন কাউন্টিং অফিসারের গালে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হইচই পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দু’জনকে আটকও করেছে সবং থানার পুলিশ। এদিন সকাল থেকেই গণনা চলছিল সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে। সবংয়ের ৩ দাঁররা অঞ্চলের নির্দল প্রার্থী তনুজা বিবি তৃণমূলের প্রার্থীর কাছে ১টি ভোটে হেরে যান।

নির্দল প্রার্থীর অভিযোগ, তাঁকে হারিয়ে দিয়েছেন ওই কাউন্টিং অফিসার। না হলে তিনিই জিততেন। সেই রাগেই গায়ে হাত তোলেন বলেও জানান। তনুজা বিবির কথায়, “আমার সঠিক বিচার হয়নি। ভোটের গণনা হল যখন কম করে দিয়েছেন অফিসার। সেই রাগে আমি মেরেছি। আমি নির্দল বলে আমাকে হারিয়ে দিল। জেতা আসনটা হারিয়ে দিলেন।”

এদিন গ্রামপঞ্চায়েতের গণনা তখন শেষ। এক প্রত্যক্ষদর্শীর কথায়, নির্দল প্রার্থী পরাজিত ঘোষণা হতেই রাগে ফুঁসতে থাকেন তিনি। তাঁর সঙ্গে থাকা লোকজনও দ্বিগুণ তেতে ওঠেন। এরপরই এক কথা দু’ কথায় শুরু হয় বচসা। এরইমধ্যে হঠাৎ তনুজা বিবি ওই আধিকারিককে থাপ্পড় মেরে দেন। এই ঘটনায় হতবাক হয়ে যান সকলে। ছুটে আসেন মহিলা পুলিশরা। তুমুল হট্টগোল শুরু হয়ে যায় গণনাকেন্দ্রের ভিতরেই। এরপর তনুজা ও তাঁর এজেন্টদের বাইরে নিয়ে আসা হয়। সেখানে পুলিশের আধিকারিকরাও ছিলেন। তবে কারণ যাই হোক, একজন ভোটকর্মীর গায়ে হাত তোলার ঘটনার তীব্র নিন্দা করেন সকলে। এরপরই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।