TMC Party Office: দেবের ডেরায় তৃণমূলের কার্যালয়ে তালা মেরে দিল সিপিএম
TMC Party Office: অন্যদিকে, গোটা পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নন গ্রামের কোনও মানুষ। এখনও পর্যন্ত ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট।
পশ্চিম মেদিনীপুর: এ যেন উলট পুরাণ! অভিনেতা সংসদ দেবের (Dipak Adhikari) গ্রামেই দখল করে রাখা তৃণমূলের (TMC) পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম (CPIM)। পার্টি অফিসে দলীয় পতাকা তুলতে না পারলেও কার্যালয়ে তালা মেরে দিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। অস্বস্তি এড়াতে গোটা ঘটনা উড়িয়ে দিলেন স্থানীয় তৃণমূল নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহিষদায় মোতায়ন পুলিশ। কেশপুরে অভিনেতা সংসদ দেবের গ্রাম মহিষদায় সিপিআইএম দলীয় কার্যালয় বছর কয়েক আগেই দখলের অভিযোগ উঠেছিল। বামেদের দখল হয়ে যাওয়া কার্যালয় এখন নীল সাদা রং। উড়ছে তৃণমূলের পতাকা। বছর কয়েক এ বারবার বামেরা আবেদন করলেও ফেরানো হয়নি সেই কার্যালয়। অবশেষে শনিবার রাতে কার্যালয়ে তালা লাগিয়ে দেন এলাকার বাম কর্মীরা। খবর যায় কেশপুর থানায়। রাতে থেকেই দলীয় কার্যালয়ের সামনে মোতায়েন কেশপুর থানার পুলিশ। স্থানীয় বাম নেতৃত্বের অভিযোগ, গ্রামের ছেলে দেব সাংসদ হলেও গ্রামে আসেন না। উন্নয়নও হয়নি তৃণমূলের জামানায়। সেখানে দলীয় কার্যালয়ে বসে কাজ কী তৃণমূল নেতৃত্বের? আর সেই কারণেই দলীয় অফিস পুনরুদ্ধারের চেষ্টা করেছেন তাঁরা।
অন্যদিকে, গোটা পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নন গ্রামের কোনও মানুষ। এখনও পর্যন্ত ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট। তবে তারই আগে ঘাটালের অভিনেতা সংসদ দেবের গ্রাম মহিষদায় যে চিত্র উঠে এল, তার রীতিমত চমকে দেওয়ার মত, বলছেন বিশেষজ্ঞরাই।
জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “বামেদের দাবির কোনও যুুক্তি আছে? বামেরা মাঠে কোথাও আছে? ওদের ক্ষমতা আছে পার্টি অফিস দখল করার? এখনও আমাদের লোকেরাই পার্টি অফিসের ভিতর বৈঠক করছে। সিপিএমের একটা মাতাল এসে লাগিয়েছিল।”