Kalbaisakhi: কালবৈশাখীর তাণ্ডবে ছত্রখান মেলা, ঘাটালে গাছ পড়ে মৃত ১

Medinipur: শুধু খড়ার নয় ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা-সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামের রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটে।

Kalbaisakhi: কালবৈশাখীর তাণ্ডবে ছত্রখান মেলা, ঘাটালে গাছ পড়ে মৃত ১
মেলায় এভাবেই তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী।
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 8:11 AM

ঘাটাল: ফের ঝড়ের তাণ্ডব দক্ষিণবঙ্গে। গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বৃহস্পতিবার মেদিনীপুরের ঘাটাল (Ghatal) ব্লকের দেওয়ান চকে এই ঘটনা ঘটে। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তাণ্ডব চলে। আর তাতেই লন্ডভন্ড গোটা এলাকা। দেওয়ান চকে যিনি মারা গিয়েছেন তাঁর নাম পুষ্প পণ্ডিত। ৬৩ বছর বয়স। এদিন হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছ। সেই গাছই গিয়ে পড়ে পুষ্প পণ্ডিতের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে ঝড়ের দাপটে লন্ডভন্ড পণ্ড হয় স্থানীয় বারোয়ারি মেলা। বারোয়ারি মেলাতে আসা দোকানিরা লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন।

ঘাটালের খড়ার পুর ময়দানে দীর্ঘ ২৭ বছর পর বারোয়ারি মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলাকে কেন্দ্র করে প্রচুর দোকান বসে। বৃহস্পতিবার দুর্যোগের তাণ্ডবে সবই ছত্রখান হয়ে গিয়েছে। কপালে হাত মেলা উদ্যোক্তাদের। বিপুল অর্থের ক্ষতির মুখে পড়েছেন মেলায় পসার সাজিয়ে বসা দোকানিরাও। খাবারের দোকান দিয়েছিলেন তপন পাঁজা। ঝড়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন তিনি। তপনবাবু বলেন, “কিছু খাবার তৈরি করেছিলাম সব নষ্ট হয়ে গেল। মেলা কমিটি কী করবে দেখা যাক।”

শুধু খড়ার নয় ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা-সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামের রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। বিভিন্ন জায়গায় উড়েছে মাটির বাড়ির চাল। তবে ঝড় থামতেই পথে নামেন স্থানীয় বাসিন্দারা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশও। পুলিশ ও গ্রামবাসীদের তৎপরতায় রাস্তার উপর ভেঙে পড়া গাছ কেটে যানচলাচল স্বাভাবিক করা হয়। তবে ঝড়ের কারণে একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে তার ছিঁড়ে বন্ধ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়।