Dilip Ghosh Remarks: খড়্গপুরে দিলীপের বাড়ি ঘেরাও কুড়মিদের, লাঠি-শাবল হাতে তাণ্ডব বাংলোর সামনে
Kurmi Protest: দিলীপবাবু 'কাপড় খুলে দেওয়া' সংক্রান্ত যে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষোভে ফুঁসছিলেন কুড়মি সমাজের একাংশ। আর তা নিয়ে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে। পরিস্থিতি এমন হয়েছি যেল দিলীপ ঘোষের হয়ে কুড়মিদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
খড়্গপুর: বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও করলেন কুড়মি সমাজের (Kurmi Protest) মানুষরা। হুঁশিয়ারি আগে থেকেই ছিল। সম্প্রতি দিলীপবাবু ‘কাপড় খুলে দেওয়া’ সংক্রান্ত যে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ক্ষোভে ফুঁসছিলেন কুড়মি সমাজের একাংশ। আর তা নিয়ে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপিকে। পরিস্থিতি এমন হয়েছি যেল দিলীপ ঘোষের হয়ে কুড়মিদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর সেই ক্ষমা চাওয়া নিয়ে আবার মুখ খুলেছিলেন দিলীপবাবু। এমনই এক পরিস্থিতির মধ্যে বুধবার দুুপুরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির বাড়িতে চড়াও কুড়মিদের। অজিত মাহাতোর নেতৃত্বে এই ঘেরাও কর্মসূচি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। লাঠি, শাবল হাতে দিলীপ ঘোষের খড়্গপুরের বাংলো বাড়ি ঘেরাও করেছেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
দিলীপ ঘোষ অবশ্য এখন বাড়িতে নেই। তিনি রয়েছেন রাজধানী দিল্লিতে। আজই তাঁর খড়্গপুরের বাড়িতে ফেরার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। আর এরই মধ্যে বুধবার দুপুরে দিলীপের বাড়ি ঘেরাও কুড়মিদের। প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয়েছিল রবিবার। সেদিন জঙ্গলমহল এলাকায় এক দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে দিলীপের গাড়ি আটকে দাঁড়িয়েছিল কুড়মি আন্দোলনকারীদের একাংশ। তাঁরা দিলীপ ঘোষের কাছে জানতে চেয়েছিলেন, সাংসদ কুড়মিদের জন্য কী করেছেন। তখন সাংসদ বলেছিলেন, তিনি বিভিন্ন সময়ে কুড়মিদের বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। আর এরপরই আন্দোলনকারীরা বলেছিলেন, কাকে কাকে তিনি সাহায্য করেছেন সেই নাম প্রকাশের জন্য। সেই ঘটনার পর প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি সাংসদ বলেছিলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’
আর সেই মন্তব্যের প্রতিবাদেই বুধবার অজিত মাহাতোর নেতৃত্বে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও আন্দোলনকারীদের। বাংলোর বাইরের গেট ভেঙে ফেলা হয়েছে। বাংলোর ভিতরেও তাণ্ডব চলেছে। বেশ কিছু টব ভেঙে পড়ে থাকতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। অজিত মাহাতো হুঁশিয়ারি দিয়েছেন, এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর পর্যায়ে যাবে।
এদিকে এই ঘটনার পর দিল্লি থেকে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘ কিছু মাতাল আমার বাড়ির সামনে হাঙ্গামা করছে। যারা বলেছিল ৫০ হাজার লোক নিয়ে আসবে, তারা ২০০ লোক নিয়ে এসেছে। কারণ, তাদের পিছনে লোক নেই। তারা জানে, দিলীপ ঘোষের থেকে টাকা নিয়েছে। তাই লজ্জা পাচ্ছে। এখন টাকা ফেরত দিতে চাইছে। অজিত মাহাতোর দম নেই ২০০ লোক নিয়ে আসার। উনি এত বড় নেতা, ওনাকে কেউ মানেন না ওনার সংগঠনে। বাইরের থেকে লোক নিয়ে এসেছে। অজিত মাহাতো যদি কুড়মি সমাজের জন্য সত্যিই কাজ করেন, তাহলে ভাল লোকদের নিয়ে কাজ করুন। তৃণমূলের দালালি করবেন না। পুলিশের লোক ওখানে আছে, তাঁরা তাঁদের কাজ করছেন। আমাদেরও লোক আছে, আমরা চাইলেই আটকাতে পারতাম।’