TMC To Congress joining: এবার খড়গপুর, তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন ২০০ জন

TMC To Congress joining: বস্তুত, মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের জয়ের ফলে কিছুটা হলেও হাসি চওড়া হয়েছিল হাত শিবিরে। শুধু তাই নয় দলনেতা অধীর চৌধুরীর গলায়ও দেখা দেয় আত্মবিশ্বাসের সুর। এরপর জেলার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আকছাড় প্রকাশ্যে আসছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের খবর।

TMC To Congress joining: এবার খড়গপুর, তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন ২০০ জন
কংগ্রেসে যোগদান (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 9:36 AM

খড়গপুর: ভোটের আগে জেলাগুলি থেকে দলবদলের খবর মিলেছে। তবে চলতি নিবার্চনের আগে দেখা যাচ্ছে দলবদল করে বিরোধীগুলিতে যাওয়ার হিড়িক কিছুটা বেশি। আর সেই বদল অব্যাহত রেখে এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তৃণমূলে ভাঙন। রাত্রিবেলা প্রায় ২০০ জন শাসকদলের কর্মী যোগ দিলেন কংগ্রেসে (Congress)। জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়ের নেতৃত্বে চলল এই যোগদান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই এমন দলবদলের ঘটনায় কার্যত গুঞ্জন বাড়ছে রাজনৈতিক মহলে।

বস্তুত, মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনের জয়ের ফলে কিছুটা হলেও হাসি চওড়া হয়েছিল হাত শিবিরে। শুধু তাই নয় দলনেতা অধীর চৌধুরীর গলায়ও দেখা দেয় আত্মবিশ্বাসের সুর। এরপর জেলার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই আকছাড় প্রকাশ্যে আসছে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের খবর। সম্প্রতি, কর্নাটকে কংগ্রেসের দুর্দান্ত জয়ে এ রাজ্যের হাত শিবিরে যে বাড়তি অক্সিজেন ঢুকেছে তা বলার অপেক্ষা রাখে না। ফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েতের আগে কংগ্রেসের এই যোগদান বদলাতে পারে সমীকরণ।

গতকালের যোগদান অনুষ্ঠান থেকে সমীর রায় বলেন, “খড়গপুর এক নম্বর ব্লকের কলাইকুন্ডা অঞ্চলের বহু জায়গা থেকে মানুষ বলছে কংগ্রেসে যোগ দিতে চান। ভারত জড়ো যাত্রার পর থেকে আমরা এই প্রবণতা লক্ষ্য করেছি। কপতিয়া এখানে একটাই গ্রামসভা। প্রায় দুশো জন আজ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন। এরা তৃণমূলে ছিলেন দীর্ঘদিন। গোটা তৃণমূল দলটা শুধু আজকে চুরির জন্য তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু এলাকার মানুষেরা তিতি বিরক্ত হয়ে গিয়েছেন। তাঁরা কংগ্রেসে আসতে চাইছে। তাই তাঁদের সাদরে বরণ করে নিলাম।”