Kharagpur: মঞ্চে সারেগামাপা খ্যাত গায়ক, কলেজ ফেস্ট চলাকালীন কালবৈশাখীর দাপটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত প্যান্ডেল
Kharagpur: আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। সূত্রের খবর, খড়গপুর কলেজের বার্ষিক অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সারেগামা
খড়গপুর: তখন সবে শুরু হয়েছে কলেজের বার্ষিক অনুষ্ঠান (College Fest)। তুমুল উন্মাদনা ছাত্রছাত্রীদের মধ্যে। বাড়তে শুরু করেছে ভিড়। মঞ্চে গান গাইতে উঠেছে সারেগামাপা খ্যাত গায়ক। কিন্তু, আচমকা শুরু হয়ে গেল কালবৈশাখীর (Kalboisakhi) দাপট। তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল গোটা এলাকা। অনুষ্ঠান চলাকালীন ভেঙে পড়ল প্যান্ডেল। তখনও ভিতরেই রয়েছেন বহু পড়ুয়া। শুরু হয়ে গেল তুমুল শোরগোল। চিৎকার-চেঁচামেচিতে ততক্ষণে ঢাকা পড়েছে গানের আওয়াজ। শুক্রবার সন্ধ্যায় এই ছবিই দেখতে পাওয়া গেল খড়গপুর কলেজে। খবর পেয়ে ছুটে এলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। সূত্রের খবর, খড়গপুর কলেজের বার্ষিক অনুষ্ঠানে এদিন বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সারেগামা পায়ের বিখ্যাত গায়ক সতীশ গজম। তাঁকে দেখতেই জেলার নানা প্রান্ত থেকে ছুটে এসেছিলেন বহু পড়ুয়া। কিন্তু, খানিক্ষণের কালবৈশাখীর দাপটে সব লণ্ডভণ্ড হয়ে যায়। যদিও গায়কের কোনও আঘাত লাগেনি বলে জানা যাচ্ছে। শুধু খড়গপুর কলেজ নয়। শুক্রবার সন্ধ্যার হঠাৎ দমকা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শহরের পার্শ্ববর্তী এলাকার বেশ কিছু জায়গায়।
মেদনীপুর শহরের পদ্মাবতী শ্মশান ঘাটের একমাত্র ইলেকট্রিক চুল্লীর উপরের অংশও ভেঙে পড়ে। ফলে সাময়িকভাবে ইলেকট্রিক চুল্লিতে দাহ কাজ বন্ধ হয়ে যায়। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গাতে কোথাও গাছ ভেঙে পড়েছে আর কোথাও রাস্তার উপর ভেঙে পড়েছে পুরানো ইলেকট্রিকের পোস্ট। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে রবিবারের পর থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির দাপট খানিকটা কমবে। কবে তবে আগানী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে।