বৈশালীর এলাকায় এবার রাজীবের পোস্টার! নয়া জল্পনা রাজ্য-রাজনীতিতে

জেলায় বৈশালী রাজীব বন্দ্যোপাধ্যায়ের শিবিরের লোক বলেই পরিচিত। কিছুদিন আগেই তিনি সরব হয়েছিলেন দলীয় সমালোচনায়।

বৈশালীর এলাকায় এবার রাজীবের পোস্টার! নয়া জল্পনা রাজ্য-রাজনীতিতে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 08, 2020 | 12:47 PM

হাওড়া: রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে এবার পোস্টার পড়ল হাওড়ার বালিতে। ‘সততার প্রতীক রাজীব বন্দ্য়োপাধ্যায়’-এর পর এবার ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, রাজীবদা ভরসা’। গত শনিবার ‘বেসুর’ শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রীর গলায়। টালিগঞ্জে এক অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি তোপ দেগেছিলেন, ”আমি স্তাবকতা করতে পারি না। আমি ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না। তাই আমার নম্বরও কম। আমি পিছনের সারিতে।” এরপরই গত দু’-একদিনে কলকাতা-সহ জেলায় রাজীব বন্দ্য়োপাধ্যায়ের সমর্থনে বিভিন্ন পোস্টার নজরে আসে। কখনও শ্যামবাজারে আবার কখনও বা হাওড়ায় নবান্নের সামনে দেখা গিয়েছে ‘আমরা রাজীবন্থী’র পোস্টার।

তৃণমূলের আরেক নেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে ‘দাদার অনুগামী’ লেখা পোস্টারে গত কয়েকদিনে ছয়লাপ রাজ্য। দলের সঙ্গে শুভেন্দু দূরত্ব যত বাড়িয়েছেন, ‘দাদার অনুগামী’রা ততই বাড়িয়েছেন পোস্টারের সংখ্যা। এ নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। রীতিমতো ট্রেন্ডিং বাংলার এই পোস্টার রাজনীতি। সেই ট্রেন্ডেই এবার ভাসছেন রাজীবের অনুগামীরাও।

মঙ্গলবার সকালে বালি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন। বালি খাল, নিমতলা-সহ বালির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নজরে এসেছে সেগুলি। কোথাও লেখা,’শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা।’ আবার কোনওটায় ‘দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে’। নজরে এসেছে ‘কাজের মানুষ কাছের মানুষ’ কিংবা ‘রাজীবদা মানেই আবেগ’-এর মতো লেখাও। পোস্টারগুলির নিচে লেখা ‘দাদার সমর্থক বৃন্দ’।

উল্লেখযোগ্যভাবে এই বালির বিধায়ক আবার বৈশালী ডালমিয়া। জেলায় যিনি রাজীব বন্দ্যোপাধ্যায়ের শিবিরের লোক বলেই পরিচিত। কিছুদিন আগেই যিনি সরব হয়েছিলেন দলীয় সমালোচনায়। বলেছিলেন, “পরিবারের প্রধান প্রধানমন্ত্রীকেই বহিরাগত বলা হয়, আমি তো তুচ্ছ।” এরপরই শুরু হয় জল্পনা। তবে কি এবার বৈশালীও নতুন পথের খোঁজে। এসবের মধ্যেই এবার বৈশালীর বিধানসভা এলাকায় রাজীবের সমর্থনে পোস্টার।