শিলিগুড়ি: মুখে লাল মাস্ক, গায়ে ফুল স্লিভ সোয়েটার, পায়ে বুট, তবে হাতে লাল ঝাণ্ডা নয়, বদলে ব্যাট! ভারত বনধে একেবারে অন্য ভূমিকায় সিপিএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok bhattacharya)। মেজাজ ভীষণই 'কুল', তা শরীরী ভাষায় স্পষ্ট।
সকাল থেকে কৃষকদের ডাকা ভারত বনধের প্রভাব দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শিলিগুড়ির হিলকার্ট রোডের চেহারাটা আজ একেবারেই অন্য। সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা শিলিগুড়ি। আজ শিলিগুড়ি শান্ত। সেই শান্ত পরিবেশে আন্দোলনের দিনে একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন অশোক ভট্টাচার্য।
বনধের দিকে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলতে দেখা গেল তাঁকে। একেবারে ছক্কা হাঁকাচ্ছেন। সঙ্গে হাঁটুর বয়সী কর্মীরা। বয়স যে তুড়িতে ওড়ান তিনি, এদিনই মিলল তার প্রমাণ। তাঁর ব্যাটিংয়ের ধরণ দেখে বোঝাই যাচ্ছে, অনুশীলন না থাকলেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি।
কিছুদিন আগেই করোনা কাবু করেছিল তাঁকে। কিন্তু করোনামুক্তীর পর এই বর্ষীয়ান নেতা যে কতটা ভালো রয়েছেন, এদিন সেই ছবিই তা তুলে ধরল। ভালো আছেন অশোকবাবু, তাঁকে দেখে খুশি, নিশ্চিন্ত তাঁর শুভাকাঙ্খীরাও। 'ভালো থাকুন স্যার', আন্দোলনের দিনেও অনুগামীরা বলছেন এই কথা।