Vegetables Price: শাক-সবজির দামের আগুনে আঁচে হাত পুড়ছে মধ্যবিত্তের, বৃষ্টিতেই কী ফিরবে স্বস্তি?
Vegetables Price: পেট্রোপণ্য়ের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সঙ্গে তীব্র দাবদহের জেরে গোটা রাজ্যেই শাক-সবজির দাম অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে। তাতেই চিন্তা বেড়েছে মধ্যবিত্তের।
বর্ধমান-ঘাটাল: রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine war) যুদ্ধের জেরে পেট্রোপণ্য়ের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি (Rise in prices of petroleum products), সঙ্গে দোসর খামখেয়ালি আবহাওয়া। তার জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। বিশেষ করে সবজির বাজারে আগুনে আঁচে হাত পুড়ছে মধ্যবিত্তের। গত প্রায় দু-আড়াই মাস ধরে রাজ্যের প্রতি প্রান্তে শাক-সজির আকাশছোঁয়া দামে বেড়েছে উদ্বেগ। বর্ধমান স্টেশন বাজারের চিত্রটাও খানিক এক। টমেটো, বেগুন, পেঁপে সহ একাধিক সবজি বিকোচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি, অত্যধিক গরমের কারণে সব্জির ফলন কম হয়েছে। পাশাপাশি পেট্রোপণ্যের দাম বাড়াতে পরিবহন খরচও এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে।
মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বর্ধমান বাজারের এক ক্রেতা বলেন, “পটল,ঝিঙ্গের দাম খানিক কম থাকলেও উচ্ছে, পেঁপের দাম অনেকটা বেড়ে গিয়েছে। টমেটো এখন কেজি প্রতি ৫০ টাকায় বিকোচ্ছে। খুবই সমস্যার মধ্যে পড়েছি আমরা। এমনিই পেট্রোপণ্যের দাম বেশি রয়েছে তাতে আরও দাম বেড়েছে শাক-সবজির। বর্ষাকাল এলে অতিবৃষ্টিতে আরও দাম বাড়তে পারে”। এদিকে সব্জির আগুনে দামে উদ্বেগে রয়েছেন বিক্রেতারও। কারণ দামের ঝাঁঝে বাজারমুখী হচ্ছেন না অনেক মানুষ। এই প্রসঙ্গে বর্ধমান স্টেশন বাজারের এক সবজি বিক্রেতা বলেন, “রোজ নষ্ট হচ্ছে সব্জি। মানুষ কিনছে না”।
কৃষকরা জানাচ্ছেন তীব্র তাপদাহে ফলে সবজি চাষে চরম ক্ষতি। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙ্গে সহ একাধিক শাক-সবজির (Vegetables) ফলন কমে গিয়েছে। তীব্র দাবদাহের ফলে শুকিয়ে গেছে গাছ, ফলন ভালো হয়নি। রোগ ও পোকার প্রাদুর্ভাবও অনেকটা বেড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, দাসপুর, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় প্রচুর কাঁচা-আনাচের ফলন হয়ে থাকে। এই সবজি জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গাতে আমদানি-রপ্তানি হয়। ফলন কম হওয়ায় সবজির যোগান কমেছে। তার জন্যই বাজারে দাম কিছুটা হলেও বেশি বলে মনে করছে কৃষকেরা। এমতাবস্থায়, নতুন মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার তাতে বাজারে স্বস্তি ফেরে কিনা এখন সেটাই দেখার।
আরও পড়ুন- ভারতীয় রেলে বড় চাকরির সুযোগ, ১ হাজারেরও বেশি নতুন পদে হতে চলেছে নিয়োগ