Pujoy Pulse: টিভি ৯ বাংলা পুজোয় পালস শিল্পী সম্মান উঠল সপ্তমের হাতে, উচ্ছ্বসিত বোলপুরের মৃৎশিল্পী
Pujoy Pulse: গতবারের মতো এবারও বাংলার ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। ট্য়াবলো ঘিরে কচিকাচাদের উন্মদনার অন্ত নেই। অন্যদিকে এবার এবার একেবারে ভিন্ন স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনে ফেলেছে পালস।
বোলপুর: লাল মাটির দেশ বীরভূম। ঐতিহ্যবাহী জেলার ঐতিহাসিক গ্রাম সুপুর। অজয় নদের ধারে এই গ্রামেই প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী সপ্তম লোহার। দশ বছরের পেশা হলেও প্রতিমা গড়ছেন ছোট থেকেই। বলছেন, ‘মাটির নেশা আমার ছোট থেকেই। তখন ছোট ছোট ঠাকুর করতাম। পাড়ার লোকজন উৎসাহ দিতেন।’ সেই থেকেই পথ চলা শুরু। আজ সপ্তমের প্রতিমা ছড়িয়ে আছে বীরভূমের নানা প্রান্তে। সপ্তম বলছেন, ‘জেলা তো বটেই, জেলার বাইরেও অনেক ঠাকুর যায়। শুধু বোলপুরেই ১৬-১৭টা ঠাকুর আছে।’ এই সপ্তমের হাতেই উঠল এবারের টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন টু শিল্পী সম্মান পুরস্কার।
প্রসঙ্গত, গতবারের মতো এবারও বাংলার ২২ শহরে ঘুরছে পুজোয় পালসের ট্যাবলো। ট্য়াবলো ঘিরে কচিকাচাদের উন্মদনার অন্ত নেই। অন্যদিকে এবার এবার একেবারে ভিন্ন স্বাদের ‘গোলমোল’ ক্যান্ডি এনে ফেলেছে পালস। নতুন ধারার তেঁতুলের স্বাদের ক্যান্ডিতে মেতেছে আট থেকে আশি।
এবার রাজ্যের নানা প্রান্তের মৃৎশিল্পীদের হাতেও উঠছে বিশেষ শিল্পী সম্মান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নামজাদা শিল্পীদের দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। সেই সম্মান পেয়ে উচ্ছ্বসিত বোলপুরের সপ্তমও। বলছেন, ‘আমি টিভি ৯ বাংলা দেখি। খুবই ভাল লাগে। এখন পালসের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা যে আমাকে এই বিশেষ পুরস্কার দিল তাতেও আমি খুব খুশি।’