Panchayat: দেদার ছাপ্পায় দিকে দিকে ঘাসফুল? এবার পুনর্নির্বাচনের দাবিতে সরব কংগ্রেস
Purba Burdwan: ভাতার ব্লকের বলগোনা গ্রামপঞ্চায়েতের ভাটাকুল গ্রাম। সেখানকার ৬৯ এবং ৭০ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এখানে দেদার ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল জিতেছে।
পূর্ব বর্ধমান: পঞ্চায়েত ভোটের গণনা নিয়ে বিরোধীদের একগুচ্ছ অভিযোগ। এরইমধ্যেই কখনও সামনে চলে আসছে বিতর্কিত অডিয়ো কিংবা ভিডিয়ো। যা ঘিরে কার্যত শোরগোল পড়ে যাচ্ছে ভোট পরবর্তী রাজ্য রাজনীতির আঙিনায়। পূর্ব বর্ধমানের (Purba Burdwan) ভাতারে এবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। আর তার ভিডিয়ো-প্রমাণও আছে বলে দাবি বিরোধীদের। সেই অভিযোগকে সামনে রেখে ফের ভোটের দাবিও উঠেছে। যদিও তৃণমূলের দাবি, এই ধরনের অভিযোগ কোনও সত্যতা নেই। যদি কোনও ভিডিয়ো বেরিয়েও থাকে, তার যে সত্যতা আছে তাও তো প্রমাণিত নয়।
ভাতার ব্লকের বলগোনা গ্রামপঞ্চায়েতের ভাটাকুল গ্রাম। সেখানকার ৬৯ এবং ৭০ নম্বর বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এখানে দেদার ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল জিতেছে। ভাতার ব্লক কংগ্রেসের আহ্বায়ক টুটু মুন্সির বক্তব্য, “শাসকদলের লোকেরা ভোট লুঠ করে জিতেছে। প্রমাণও আছে। আমরা চাই ওই বুথ দু’টিতে আবারও ভোট হোক। আমরা প্রশাসনের কাছে চিঠিও দিচ্ছি। যাঁরা ছাপ্পা দিচ্ছেন সকলকে আমরা চিনি।” কংগ্রেসের দাবি, যে ভিডিয়োকে সামনে রেখে তারা শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, সেটি ৭০ নম্বর বুথের। ৬৯ এবং ৭০ নম্বর বুথ ছিল স্থানীয় ভাটাকুল প্রাথমিক বিদ্যালয়ের একই ভবনে। এই দুই বুথে তৃণমূলই জিতেছে। এ জয় আসলে ছাপ্পার জয়, বলছে কংগ্রেস।
যদিও তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের দাবি, “যে ভিডিওর কথা বলা হচ্ছে, তা সঠিক কি না সেটাই তো তদন্ত সাপেক্ষে। আমরা চাই পুলিশ তদন্ত করে দেখুক। বিরোধীরা ভোটে হেরে আমাদের বদনাম করার জন্য অনেক ফেক ভিডিয়ো ছড়াচ্ছে।” তবে শাসকদলকে ছাড়তে নারাজ বিজেপিও। বিজেপির পূর্ব বর্ধমান সদর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ভোটকে সার্কাস করে তুলেছে তৃণমূল। বুথের ভিতর লোক ঢুকিয়ে ছাপ্পা দেওয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিক।