Kalna: চায়ের দোকানে তৃণমূল নেতার সঙ্গে যা হল, খবর পেয়েই ছুটে এলেন মন্ত্রী

Kalna: অভিযোগ, একটি খেলার মাঠকে কেন্দ্র করে ঝামেলার জেরে এই মারধর। খবর পেয়ে এদিন হাসপাতালে পৌঁছন মন্ত্রী স্বপন দেবনাথ। কালনার সুলতানপুর পঞ্চায়েতের ২৩৭ নম্বর সংসদের গ্রাম সদস্য প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি চায়ের দোকানে ছিলেন। সেই সময় তাঁকে মারধর করেন বিজেপির কয়েকজন।

Kalna: চায়ের দোকানে তৃণমূল নেতার সঙ্গে যা হল, খবর পেয়েই ছুটে এলেন মন্ত্রী
হাসপাতালে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 6:30 AM

কালনা: তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপির। রবিবার বিকালে বিজেপির লোকেরা একা পেয়ে ওই তৃণমূল সদস্যকে মারধর করে বলে অভিযোগ। যদিও বিজেপি তা মানতে নারাজ। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। কালনার সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলে এলাকার ঘটনা। অভিযোগ, ওই তৃণমূল সদস্যর মাথায়, হাতে, পায়ে বেধড়ক মারা হয়। আহত অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বসু।

অভিযোগ, একটি খেলার মাঠকে কেন্দ্র করে ঝামেলার জেরে এই মারধর। খবর পেয়ে এদিন হাসপাতালে পৌঁছন মন্ত্রী স্বপন দেবনাথ। কালনার সুলতানপুর পঞ্চায়েতের ২৩৭ নম্বর সংসদের গ্রাম সদস্য প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি চায়ের দোকানে ছিলেন। সেই সময় তাঁকে মারধর করেন বিজেপির কয়েকজন।

মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, “প্রসেনজিৎ নির্বাচিত সদস্য। ও খুবই জনপ্রিয়। বিজেপির কিছু নেতা একটা ফুটবল মাঠকে কেন্দ্র করে ওকে মেরেছে। ও একটা চায়ের দোকানে বসেছিল, সেখানে একা পেয়ে ইট দিয়ে মাথায় মেরেছে। হাতেও মারা হয়েছে। পা ভেঙে গিয়েছে। মাথায় কাউকে ইট দিয়ে মারা মানে সে মারাও যেতে পারত। তার মানে ওকে প্রাণে মারার পরিকল্পনা ছিল বিজেপির কর্মীদের। খবর পেয়ে কালনা হাসপাতালে আসি। আমি থানায় যাচ্ছি।”

পাল্টা বিজেপি নেতা সুভাষ পাল বলেন, “এটা একেবারই মিথ্যা কথা। তৃণমূলে তৃণমূলে লড়াই। এখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির নামে চালানোর চেষ্টা করছে। বিজেপি কোনওরকম কোনও সন্ত্রাসে বিশ্বাসী নয়। কোনওরকম সন্ত্রাস করার পক্ষে নেই।”